Monday, September 1, 2025
HomeScrollদায়িত্বে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জখম পুলিশকর্মী

দায়িত্বে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জখম পুলিশকর্মী

আহত পুলিশকর্মীকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে

ওয়েব ডেস্ক: ডিউটিতে যোগ দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক পুলিশকর্মী (Accident)। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর (Midnapore) জেলায়। আহত পুলিশকর্মীকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে ওই পুলিশকর্মী মোটরবাইকে করে থানায় যাচ্ছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুন: প্রিন্সেপ ঘাটে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তায় হঠাৎ একটি গাড়ি বাঁক নিতেই দুর্ঘটনা ঘটে। তবে সঠিকভাবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থল থেকে গাড়িটিকে আটক করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, আহত পুলিশকর্মীর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল হলেও তিনি কিছুটা শঙ্কামুক্ত নন। চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

ঘটনার পর ওই রাস্তায় কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়েছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News