কলকাতা: এসআইআর (SIR) প্রক্রিয়ায় বঙ্গে এখনও পর্যন্ত ৪৩ লক্ষ ৩০ হাজার ভোটারের নাম বাদ পড়েছে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশন (Election Commission) সূত্রে। কমিশন সূত্রে খবর, মোট চারটি ক্ষেত্রে ভাগ করে প্রাথমিক পরিসংখ্যান জানানো হয়েছে। কমিশন সূত্রে খবর, ভোটার তালিকার এখনও পর্যন্ত ৪৩ লক্ষ ৩০ হাজার ভোটারের নাম বাদ পড়েছে! এর মধ্যে ২১ লক্ষ ৪৫ হাজার মৃত ভোটার হিসেবে চিহ্নিত হয়েছে। নিখোঁজ ভোটারের সংখ্যা পাঁচ লক্ষ ৫৩ হাজার। সোমবার পর্যন্ত স্থানান্তরিত ভোটারের সংখ্যা ১৫ লক্ষ ১৩ হাজার। এছাড়াও ৯৮ হাজার ৬০০ ভুয়ো ভোটার চিহ্নিত হয়েছে।
রাজ্যজুড়ে এসআইআর ফর্ম ডিজিটাইজেশনের পর চলছে আপলোড প্রক্রিয়া। কমিশন জানিয়েছে, এখনও পর্যন্ত ২১ লক্ষ ৪৫০০০ মৃত ভোটার চিহ্নিত হয়েছে। নিখোঁজ ভোটারের সংখ্যা পাঁচ লক্ষ ৫৩ হাজার। স্থানান্তরিত ভোটারের সংখ্যা সোমবার পর্যন্ত ১৫ লক্ষ ১৩ হাজার। ৯৮ হাজার ৬০০ ভুয়ো ভোটার চিহ্নিত হয়েছে। কমিশন সূত্রে বলা হয়েছে, এর মধ্যে নিঁখোজ ভোটারের যে পরিসংখ্যান প্রাথমিক ভাবে উল্লেখ করা হয়েছে, তার হেরফের হতে পারে। প্রসঙ্গত, রবিবার বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন জানিয়েছে, এসআইআর-এর প্রক্রিয়াগুলি সাত দিন করে পিছিয়ে দিয়েছে। আগে বলা হয়েছিল, ৪ ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এখন সেই সময়সীমা বাড়িয়ে ১১ ডিসেম্বর করা হয়েছে। তার পর ১২ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে খসড়া ভোটার তালিকা প্রস্তুত করার কাজ।
আরও পড়ুন:‘আদালতে যেতে প্রস্তুত’, নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের
দেখুন ভিডিও







