Monday, October 6, 2025
spot_img
HomeScroll'এই সিপাহী, ঠুমকা লাগাও! না হলে…,' হোলিতে পুলিশকে নাচালেন লালুপুত্র

‘এই সিপাহী, ঠুমকা লাগাও! না হলে…,’ হোলিতে পুলিশকে নাচালেন লালুপুত্র

ওয়েব ডেস্ক: হোলি (Holi) উপলক্ষে তেজপ্রতাপ যাদবের (Tej Pratap Yadav) একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে পুলিশকে জোর করে নাচতে বলা হচ্ছে। লালুপুত্রকে এক পুলিশকে বলতে শোনা যায়, হে সিপাহী গান বাজানো হবে আপনাকে ঠুমকা লাগাতে হবে। আজ না ঠুমকা লাগালে তোমাকে সাসপেন্ড হয়ে যাবে।

আরও পড়ুন: IPAC বা অভিষেকের নামে টাকা চাওয়ার অভিযোগ, কী বার্তা দিলেন অভিষেক?

শুক্রবার পটনায় লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) বাড়িতেই হোলি পার্টি হচ্ছিল। হোলির দিন তেজপ্রতাপ তাঁর সমর্থকদের সঙ্গে হোলি উদযাপন করেছিলেন। সেখানে নিরাপত্তার জন্য কয়েকজন পুলিশকর্মী বহাল ছিলেন। তাদের মধ্যে এক পুলিশকর্মীর সঙ্গেই অভব্য আচরণ করেন তেজ প্রতাপ যাদব। মঞ্চে মাইকে তেজপ্রতাপ বলেন, অ্যায় দীপক একটি গান বাজাবেন, তাতে নাচতে হবে, বুরা না মানো হোলি হে। বলেন, “এই সিপাহী, একটা গান বাজানো হবে, তাতে তোমায় নাচতে হবে। বুরা না মানো, হোলি হ্যায়। ঠুমকা লাগাও, নাহলে সাসপেন্ড করিয়ে দেব”। পুলিশ কর্মীও বাধ্য হয়ে নাচ করেন। ভিডিয়ো ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে। বিজেপি মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা বলেন, “যেমন বাবা, তেমন ছেলে।

অন্য খবর দেখুন 

YouTube player
Read More

Latest News