শনির উদয়। বহু রাশি (zodiac Sign) লাভের মুখ দেখতে চলেছে। জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে শনিদেব হলেন কর্মফলদাতা। আর এই শনিদেবের কৃপায় বহু রাশির জাতক জাতিকার ভাগ্য সুপ্রসন্ন। কুম্ভ রাশিতে অস্ত গিয়েছেন শনিদেব। খুব শীঘ্রই মীন রাশিতে উদিত হতে চলেছেন। বহু রাশির জীবন ধন সম্পত্তিতে ভরে উঠছে, সৌভাগ্য বৃদ্ধি (good fortune) ।
আরও পড়ুন: মার্চ মাসেই সূর্যের রাশি পরিবর্তন, দোলের পরেই আর্থিক সৌভাগ্য বৃদ্ধি এই তিন রাশির
কর্কট-
সৌভাগ্যের উন্মেষ। আর্থিক উন্নতি। জীবনের যেকোনও জটিলতা থেকে অবসান। অপার সাফল্য লাভ করবেন, এই রাশির জাতক/ জাতিকারা। শিক্ষার্থীদের সময় ভালো যাবে, উচ্চ বিদেশে পড়ার যোগ। পরিবারে শান্তি বজায় থাকবে। জীবনসাথীর সঙ্গে ভালো সময় কাটবে। অবিবাহিতদের প্রেমের সময় ভালো যাবে। সব রকম সহযোগিতা পাবেন পার্টনারের থেকে। চাকুরিজীবীদের পদোন্নতি। বেতন বৃদ্ধি। এতদিন যে কাজগুলি আটকে ছিল, সেই সমস্যাগুলির নিষ্পত্তি। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আধ্যাত্মিক দিক, ছাড়াও সাংস্কৃতিক দিনে মনোনিবেশ, শরীরচর্চার দিকে মন দেবেন।
কন্যা-
কেরিয়ার গ্রাফ দুর্দান্ত । জীবনসাথীর সঙ্গে সম্পকের উন্নতি। কোনও ছোটখাটো ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। যারা অবিবাহিত তাদের জীবনে পুরনো প্রেম আবার ফিরে আসতে পারে, এছাড়াও নতুন প্রেমের সঞ্চার। যে কাজ বহু দিন ধরে সম্পন্ন হয়নি, সেই কাজ এবার সম্পন্ন হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে। ব্যবসায় অপ্রত্যাশিত লাভ। মান সম্মান বৃদ্ধি। আত্মবিশ্বাস বাড়বে। শিক্ষার্থীদের জন্য সময়টা শুভ।
ধনু-
শনি এই রাশিতে চতুর্থভাবে উদিত হবেন। আর্থিক পরিস্থিতির দ্রুত উন্নতি। ভাগ্যান্বেষণে দূর যাত্রা। সুযোগ আসবে জীবনে। কেরিয়ারে দুর্দান্ত সাফল্য। নাম, যশ, অর্থপ্রাপ্তি। সাফল্য জীবনে কড়া নাড়বে। পরিশ্রমের ফল পাবেন। নতুন চাকরির সুযোগ। গুরুজনদের সঙ্গে ভালো সময় কাটাবেন। পারিবারকি ব্যবসায় লাভের মুখ দেখবেন। আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্কে উন্নতি। বিয়ের কথাবার্তা চলবে। প্রেম জীবনে শান্তি বজায় থাকবে। ভ্রমণের যোগ। শরীর স্বাস্থ্য ভালো যাবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।