ভারতীয় অ্যাস্ট্রো বা বৈদিক (Vedic Astrology) বা সাইডরিয়াল সিস্টেম হল একটি চাঁদ-ভিত্তিক সিস্টেম যা জীবনের সমস্ত ক্ষেত্র জুড়ে। বৈদিক অ্যাস্ট্রো বলতে ভারতীয় বা হিন্দু ব্যবস্থাকে বোঝায় যা প্রাচীন ভারতে উদ্ভূত হয়েছিল। বৈদিক জ্যোতিষশাস্ত্র (Horoscope) অনুসারে সূর্যের নক্ষত্র গোচরের প্রভাব বহু রাশির জাতক জাতিকার জীবনে পড়তে থাকে।
সূর্যদেব (Sun God), নিজের রাশি পরিবর্তন একটি নিশ্চিত সময় পর পর করতে থাকেন। যার প্রভাব ১২ রাশিতে পড়ে। আসন্ন সময়ে মার্চ মাসেই সূর্যের রাশি পরিবর্তন রয়েছে। তা রয়েছে ১৪ মার্চ হোলির দিনে। ১৮ মার্চ সূর্য দেব নক্ষত্র পরিবর্তন করবে। একাধিক জাতক জাতিকারা আর্থিক ভাবে সৌভাগ্য লাভ করবে।
আরও পড়ুন: রাখতে হবে ধৈর্য্য, না হলেই দাম্পত্য জীবনে চরম অশান্তি এই রাশিগুলির
মেষ
এই রাশির জাতক জাতিকাদের আর্থিক ভাব শুভ। ধন সম্পত্তি বৃদ্ধি সহ ধনলাভের যোগ রয়েছে। যে কাজে হাত দেবেই সেখানেই সফল হবেন। জীবনের অনেক পরিবর্তন হবে, খুশির আগমনের মধ্য দিয়ে। কেরিয়ারে উন্নতি পদোন্নতি, কাজের প্রশংসা পাবেন। ব্যবসায় সাফল্য। ব্যবসা আরও বাড়বে, অর্থ আসবে। দাম্পত্য জীবন সুখের হবে, প্রেমে মাধুর্য্য আসবে।
তুলা
সমাজে মান সম্মান, প্রতিপত্তি বাড়বে। ভাগ্য আপনার সহায় হবে। সকলের কাছ থেকে অনুপ্রেরণা পাবেন। পরিবারের মানুষ আপনার গুরুত্ব বুঝতে পারবে। জীবনের পরিবর্তন নিজে অনুভব করতে পারবেন। ব্যবসায়িক ক্ষেত্রে মুনাফা হবে। জীবনে দীর্ঘ সময় ধরে কোনও আটকে থাকা কাজ থাকলে, তা এবার সম্পন্ন হবে। আর্থিক পরিস্থিতি ভালো হবে। ক্রমশ কেরিয়ারে উন্নতি হবে। জীবনে সুখ শান্তি বজায় থাকবে। পরিবারে ভালো সময় সকলের সঙ্গে উপভোগ করবেন। আপনার বহু ইচ্ছা পূরণ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
বৃশ্চিক
আপনার নজর কাজে অনেক বেশি থাকবে। একাগ্রতা বাড়বে। আর্থিক সৌভাগ্য বৃদ্ধি। ধন সম্পত্তি বাড়বে। অপ্রত্যাশিত প্রাপ্তি। শিক্ষা ক্ষেত্রে আপনি সব দিক থেকে এগিয়ে থাকবেন। আপনার বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করার ক্ষমতা বাড়বে। কর্মক্ষেত্রে আপনার কাজের ক্ষমতার বৃদ্ধি দেখা যাবে। আকস্মিক ধনলাভ হতে পারে। প্রেম জীবন মধুময় হয়ে উঠবে। অবিবাহিতদের বিবাহের যোগ তৈরি হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।