Wednesday, September 24, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeহয়ে গেল 'লহো গৌরাঙ্গের নাম রে'-র শুভ মহরৎ, কবে শুরু শুটিং?

হয়ে গেল ‘লহো গৌরাঙ্গের নাম রে’-র শুভ মহরৎ, কবে শুরু শুটিং?

কলকাতা: চলতি বছরের দোলেই সৃজিত মুখোপাধ্যায় ঘোষণা করেছিলেন তাঁর নতুন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে…’ আসছে। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্ট লুক। সোমবার শুভ তিথি-নক্ষত্র দেখে হয়ে গেল সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji)’লহ গৌরাঙ্গের নাম রে’ (Lawho Gouranger Naam Re) ছবির শুভ মহরৎ। এসভিএফ ও রানা সরকারের যৌথ প্রযোজনায় তৈরি হবে ‘লহো গৌরাঙ্গের নাম রে’। মহরতে ছবির কলাকুশলী-সহ পরিচালক সৃজিত মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন। তারকাখচিত টিম নিয়ে ‘জয় জগন্নাথ’ ধ্বনি দিয়ে যাত্রা শুরু করলেন পরিচালক। কবে থেকে ছবির শুটিংয়ের কাজ শুরু হচ্ছে মিলল সেই ইঙ্গিতও।

সৃজিত মুখোপাধ্যায়ের লহো গৌরাঙ্গের নাম রে’ ছবিতে তিনটি সময়কাল জুড়ে তিনটি গল্প এক সূত্রে গেঁথেছেন পরিচালক। সেখানে কখনও চৈতন্য,কখনও নটী বিনোদিনী, আবার কখনও গিরিশ ঘোষের মতো চরিত্ররা পর্দায় ধরা দেবেন। বর্তমান সময়, নয়ের দশক এবং শ্রীচৈতন্যর সময়কাল থাকবে একছবিতে। তা পর্দায় ফুটিয়ে তোলা নিঃসন্দেহে কঠিন চ্যালেঞ্জ। তবে পরিচালক তাঁর স্বপ্নের সিনেমা তৈরির ক্ষেত্রে কোনওরকম খামতি রাখছেন না।এক সময় এই ছবির ভবিষ্যৎ প্রশ্ন ছিল। তবে শেষমেশ নতুনভাবে শুরু হয়েছে এই ছবির কাজ। সোমবার ছিল তারকা খচিত ছবি শুভ মহরৎ। আগামী ১১ জুন থেকে গৌরাঙ্গের নাম নিয়ে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং শুরু করতে চলেছেন সৃজিত। তবে সকলেই যে একইদিনে শুটিং শুরু করছেন, তেমনটা নয়। যেমন ইশা সাহা যোগ দেবেন ১৩ জুন।

আরও পড়ুন: সৌরসেনীর সিলভার বোল্ড লুকে ছ্যাঁকা খাচ্ছেন নেটপাড়া

‘লহ গৌরাঙ্গের নাম রে’ (Lawho Gouranger Naam Re)-তে বিনোদিনীর চরিত্রে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। প্রথম থেকে সকলেরই আগ্রহ ছিল বিনোদিনী দাসীর রূপে কেমন লাগবে শুভশ্রীকে তা দেখতে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে সামনে এলেন সৃজিতের বিনোদিনী অর্থাৎ শুভশ্রী। কয়েকদিন আগেই সামনে এসেছিল বিনোদিনীর গৌরাঙ্গ রূপের ছবি। সেখানে শুভশ্রীকে দেখা গিয়েছিল চুল কামিয়ে মসৃণ মাথা, দুই হাত তুলে গৌরাঙ্গ বেশে দাঁড়িয়ে আছেন নায়িকা। পরনে গেরুয়া বসন, কপালে চন্দনের তিলক। এবার এল বিনোদিনীর দ্বিতীয় লুকের ছবি। সাদাকালো ছবিতে শুভশ্রী হয়ে উঠেছেন বিনোদিনীর প্রতিচ্ছবি। সৃজিত বিনোদিনীযে ছবি স্যোশাল মিডিয়ায় শেয়ার করেছেন তাতে চরিত্রদের পুঙ্খানুপুঙ্খভাবে ফুটিয়ে তুলতে কখনও আপোস করেন না পরিচালক। কপালে টিপ, মাথায় খোঁপা ঢাকা ঘোমটা, কুচি দেওয়া ব্লাউজ আর সাবেকি শাড়ি ও ভারী গয়নায় ‘বিনোদিনী দাসী’ লুকে শুভশ্রীর ছবি প্রকাশ্যে এল। নির্মাতাদের পক্ষ থেকে নটী বিনোদিনী ও শুভশ্রীর এই নতুন লুকের ছবি কোলাজ করে প্রকাশ্যে আনা হয়েছে। ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘দেহ পট সনে নট সকলি হারায়..’।

দেখুন ভিডিও

Read More

Latest News