কলকাতা: প্রথম ছবি ‘কেদারনাথ’-এর পর থেকেই বিটাউনের চর্চায় রয়েছেন সারা আলি খান (Sara Ali Khan)। অভিনয়ের পাশাপাশি সারার ড্রেসিং সেন্স নিয়েও বরাবরই সরগরম বলিউড। মায়ের সঙ্গে মরুভূমিতে ছুটি কাটাচ্ছেন সারা। একের পর এক বিকিনিতে ছবি পোস্ট করে চলেছেন সইফকন্যা।

শুধু রিল নয়, রিয়েল লাইফেও অনুরাগীদের মনে ঝড় তুলেছেন তিনি। কথা হচ্ছে, সারা আলি খানের। গত কয়েক দিন ধরেই একের পর এক ছবি পোস্ট করে চলেছেন সইফকন্যা।

মা অমৃতা সিংয়ের সঙ্গে মরুভূমিতে ছুটি কাটাচ্ছেন সারা আলি খান। বেশিরভাগগুলিতেই তাঁকে দেখা গিয়ে সুইমিং পুলে। আর অভিনেত্রীর এই জলকেলিই এখন নেটিজেনদের কাছে হটকেক। ছবিতে তাকে দেখা গিয়েছে, একটি মাল্টিকালার বিকিনিতে নিজের ছবি দিয়েছেন নবাবকন্যা।
আরও পড়ুন: ‘চক দে ইন্ডিয়া’ র কাহিনী বাস্তবে! কী বললেন বলিউড অভিনেতা, অভিনেত্রীরা?


কখনও পাহাড়ের মাঝে সুইমিংপুলে বিকিনিতে উষ্ণতা ছড়াচ্ছেন। তো কখনও পাহাড়ের মাঝে মায়ের সঙ্গে সাদা কড সেটে পোজ দিচ্ছেন। অন্য একছবিতে এক্কেবারে ক্যাজুয়াল লুকে নেটিজেনদের ঝড় তুলেছেন। পাহাড়ের মধ্যে নিজেকে খুঁজেছেন সারা। সারার ছবিতে মন হারাচ্ছেন নেটিজেনরা।

অন্য খবর দেখুন







