নবদ্বীপ: রাজ্যের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে রাজনৈতিক কৌশল একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে একহাত নিলেন বিজেপি (Bjp) সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। শনিবার সকালে নবদ্বীপ (Nawadip) জোনের মণ্ডল সভাপতি কর্মশালায় যোগ দিতে মায়াপুরের (Mayapur) এক বেসরকারি লজে আসেন তিনি। কর্মশালার ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন।
আগামীকালের এসএসসি পরীক্ষা প্রসঙ্গে প্রতিমন্ত্রীর অভিযোগ, “মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্ত সরকার চালাচ্ছেন। রাজ্যের অপদার্থতার জন্য প্রায় ২৬ হাজার চাকরিপ্রার্থী ভোগান্তির শিকার হচ্ছেন। ইতিমধ্যেই ১৮ হাজার প্রার্থীর তালিকা প্রকাশ্যে এসেছে। যোগ্য প্রার্থীদের বিড়ম্বনায় ফেলে অন্যায় করা হচ্ছে।”
আরও পড়ুন: শান্তিপুর থেকে চালু হচ্ছে এসি লোকাল ট্রেন?
তিনি আরও বলেন, “যোগ্য শিক্ষকদের সীতার মতো অগ্নিপরীক্ষা দিতে হচ্ছে, আর সবটাই রাজ্য সরকারের হঠকারিতার কারণে। যদি প্রশ্নপত্র ফাঁস হয়, তবে ইডি-সিবিআই তদন্তে নামবে।”
শুধু তাই নয়, ২০২৬-এর নির্বাচন ঘিরে তৃণমূলের বাঙালি অস্মিতা-কেন্দ্রিক রাজনৈতিক রণকৌশলকেও কটাক্ষ করেন তিনি। তাঁর কথায়, “প্রতিবারই তৃণমূল এভাবেই মানুষের আবেগ নিয়ে খেলতে চায়। উন্নয়নের নামে মুখ্যমন্ত্রীর কাজকর্মের আসল ছবি ভিনদেশে ট্রেনে উঠলেই বোঝা যায়।”
প্রাক্তন রাজ্য সভাপতি থেকে শুরু করে বর্তমান সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর আসনে থাকা সুকান্ত মজুমদারের এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
দেখুন আরও খবর: