ওয়েবডেস্ক- আজ চরম ব্যস্ততায় বিহার (2025 Bihar Assemble Election) । দুই দফার নির্বাচন পর্বে আজ প্রথম দফার নির্বাচন বিহারে। দ্বিতীয় দফার ভোট হবে ১১ নভেম্বর। আজ সকালেই বুথে এসে ভোট দিলেন তেজস্বী যাদব (Tejaswi Yadav) । জনগণের জনগণের কাছে তিনি আর্জি জানিয়ে বলেন, “পরিবর্তন আনুন, নয়া বিহার বানান, নতুন সরকার গঠন করুন।
এদিন ভোট দেন লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav) ও রাবড়ি দেবী (Rabri Devi) । সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাবড়ি দেবী বলেন, দুই ছেলের জন্যই আমার শুভেচ্ছা। তিনি বলেন, তেজ প্রতাপ একা লড়ছে। আমি মা, তাই দুজকেই শুভেচ্ছা আমার।
আরও পড়ুন- ভোট শুরু বিহারে, দেখুন সরাসরি
মোট বিধানসভা আসন ২৪৩ ভোট। ১৮-টি জেলার ১২১-টি বিধানসভা আসনে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু। তিন কোটি ৭৫ লক্ষের অধিক ভোটার ১ হাজার ৩১৪ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। এই দফায় পাটনা, দ্বারভাঙা, মাধেপুর, সহর্ষ, মুজাফ্ফপুর, গোপালগঞ্চ, সি ওয়ান, সারান, বৈশালী, সমস্তিপুর, বেগুসরাই, লক্ষ্মীসরাই, মুঙ্গের, শেখপুরা, নালন্দা, বক্সার এবং ভোজপুর জেলায় হবে ভোটগ্রহণ। প্রথম ধাপে হেভিওয়েট প্রার্থীরা হলেন আরজেডি নেতা তেজস্বী যাদব, তার ভাই তেজপ্রতাপ যাদব (জনশক্তি জনতা দল), উপ-মুখ্যমন্ত্রী এবং বিজেপির সম্রাট চৌধুরী এবং দলের সাংস্কৃতিক প্রার্থী মৈথিলী ঠাকুর।
দ্বিতীয় দফায় ১১-নভেম্বর ২০-টি জেলার ১২২-টি আসনে ভোটগ্রহণ হবে। ৭ কোটি ৪৩ লক্ষের বেশি ভোটারের জন্য ৯০ হাজার ৭১২-টি ভোট কেন্দ্র খোলা হয়েছে। গণনা ১৪-ই নভেম্বর।
দেখুন ভিডিও –







