Wednesday, November 12, 2025
HomeScrollডিজিটাল পর্দায় দ্যা বেঙ্গল ফাইলস! কবে, কোথায় মুক্তি?
Entertainment News

ডিজিটাল পর্দায় দ্যা বেঙ্গল ফাইলস! কবে, কোথায় মুক্তি?

বিবেক অগ্নিহোত্রী পরিচালিত দ্যা বেঙ্গল ফাইলস

ওয়েব ডেস্ক: অবশেষে ডিজিটাল পর্দায় মুক্তি পেতে চলেছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত দ্যা বেঙ্গল ফাইলস। ভারতের ইতিহাসের এক অন্ধকারময় অধ্যায় তুলে ধরা হয়েছিল এই ছবির মাধ্যমে। বড় পর্দায় এই ছবিটি মুক্তির আগে একাধিক বাধার সম্মুখীন হয়েছিল। তবে অবশেষে এই সিনেমাটি পৌঁছে যাবে প্রত্যেক মানুষের ঘরে ঘরে।

১৯৪৬ সালের সংঘটিত গ্রেট কলকাতা হত্যাকাণ্ডের ঘটনাকে তুলে ধরা হয়েছিল দ্যা বেঙ্গল ফাইলস। ছবিতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী জোশি, দর্শন কুমার, শাশ্বত চট্টোপাধ্যায়, নামসি চট্টোপাধ্যায়, রাজেশ খের, পুনিত ইসার, প্রিয়াংশু চট্টোপাধ্যায়, দিব্যেন্দু ভট্টাচার্য, সৌরভ দাস এবং মোহন কাপুর সহ আরও অনেকে। প্রথম থেকেই এই সিনেমাটি ঘিরে তৈরি হয়েছিল বহু বিতর্ক। অবশেষে, আগামী ২১ নভেম্বর থেকে Zee 5 ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে এই ছবিটি। ছবি মুক্তির ঘোষণা করে Zee 5 তাদের অফিসিয়াল হ্যান্ডেলে লেখে, ‘পুড়ে যাওয়া কণ্ঠস্বর যখন আগুনে জ্বলে ওঠে, বাংলার সাহসী অধ্যায় গর্জে উঠেছে। বেঙ্গল ফাইলস আসতে চলেছে জি ফাইভ-এ আগামী ২১ নভেম্বর।’

 

আরও পড়ুন: শুধু ‘শোলে’ নয়, এই ৫ সিনেমায় অভিনয় করেই ‘সুপারস্টার’ হন ধর্মেন্দ্র!

১৯৪৬ সালের সংঘটিত গ্রেট কলকাতা হত্যাকাণ্ডের ঘটনাকে তুলে ধরা হয়েছিল এই ছবির মাধ্যমে। ছবিতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী জোশি, দর্শন কুমার, শাশ্বত চট্টোপাধ্যায়, নামসি চট্টোপাধ্যায়, রাজেশ খেরা, পুনিত ইসার, প্রিয়াংশু চট্টোপাধ্যায়, দিব্যেন্দু ভট্টাচার্য, সৌরভ দাস এবং মোহন কাপুর সহ আরও অনেকে।  এই ছবিতে অনুপমের মহাত্মা গান্ধীর চরিত্রে অভিনয় করেছিলেন, যা আবারও মানুষের মন জয় করেছিল। প্রত্যেকবারের মতো মিঠুন চক্রবর্তী প্রমাণ করেছিলেন তিনি জাত অভিনেতা। তবে সব থেকে বেশি নজর কেড়েছিলেন মিঠুন চক্রবর্তীর ছেলে, বাবার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করতে দেখা গিয়েছিল নামসিকে।

দেখুন খবর: 

Read More

Latest News