কলকাতা: মুরশি পরিযায়ী শ্রমিক হেনস্তার অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠা বেলডাঙায় (Beldanga) অবশেষে দু’ঘণ্টা পর অবরোধ উঠল। শনিবার সকালে বড়ুয়া মোড়ে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ (National Highway Blocked) করেন স্থানীয়রা। অবরোধের জেরে জাতীয় সড়কে তীব্র যানজট তৈরি হয় এবং চরম ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। পাশাপাশি লেভেল ক্রসিংয়ে ভাঙচুরের জেরে কৃষ্ণনগর-লালগোলা শাখায় কিছু সময়ের জন্য ব্যাহত হয় ট্রেন চলাচল।
পুলিশ ও প্রশাসনের আশ্বাসের পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে উপস্থিত বিধায়ক হুমায়ুন কবীর আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। অবরোধ ওঠার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে যান চলাচল। তবে এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ ও আধাসেনা মোতায়েন রাখা হয়েছে।
আরও পড়ুন: ফের অশান্তি বেলডাঙায়, অবরুদ্ধ জাতীয় সড়ক







