নদীয়া: নবদ্বীপে (Nabadwip) অমরভারতী ক্লাবের দুর্গাপুজো (Durga Puja 2025) এবার পদার্পণ করল ৫৪তম বর্ষে। দর্শনার্থীরা উপচে পড়া ভিড়ে মণ্ডপে খুঁজে পাচ্ছেন মায়ের সৃষ্টিশীল রূপকল্প। এ বছরের মণ্ডপের আকর্ষণ কেদারনাথ মন্দিরের অনুকরণে নির্মাণ। মণ্ডপের থিমের সঙ্গে মিল রেখে প্রতিমা তৈরি করা হয়েছে সম্পূর্ণ মাটির উপর ভিত্তি করে, যা কষ্টিপাথরের মতো দৃষ্টিনন্দন। মায়ের সাজসজ্জাতেও ব্যবহার করা হয়েছে মাটির সোনালি রঙের আলংকারিক উপকরণ। প্রতিমার নাম রাখা হয়েছে কেদারমাতা (District news)।
মণ্ডপের এবছরের থিমের নাম, “দানব দমন হোক মা এবার, ত্রিশূল তোরই হাতে; আয় রে বোধন কেদারমাতার, অমর ভারতীতে!”
আরও পড়ুন: নবমীতে ‘ভিলেন’ বৃষ্টি, দশমীতে ভারী বর্ষণের আশঙ্কা
দর্শনার্থীরা বলেন, মাটির ব্যবহার ও কারুকার্য কেদারনাথ মন্দিরের ছোঁয়া এবং মা কেদারমাতার দেবী রূপের সঙ্গে মিল রেখে এক অনন্য অভিজ্ঞতা দিয়েছে। নবদ্বীপ অমরভারতী ক্লাবের পুজো এই থিমের মাধ্যমে দর্শনার্থীদের মনে ছাপ ফেলেছে, যা এবারের দুর্গাপূজাকে বিশেষভাবে আলাদা করেছে।
দেখুন আরও খবর: