ওয়েবডেস্ক- রাজ্যের রাজভবনে (Raj Bhavan) প্রাক্তন এই আমলার শুরুটা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অ,আ,ই,ক,খ র হাতে ক্ষরি দিয়ে ‘শিখতে চান বাংলা’।
উপাচার্য নিয়োগ থেকে বিল পাশ, অপারাজিতা বিলের মত স্পর্শকাতর বিলকে আটকে রেখে বাংলার সরকারের সঙ্গে বারংবার সংঘাতের আবহাওয়ার মধ্যে জড়িয়ে পড়েও বাংলার জন্য রাজভবনের কিছু সামাজিক কাজের মধ্যে দিয়ে মানুষের মনে জায়গা করে নিতে রাজভবনের উদ্যোগ গণবিবাহ। যা অতীতে বিধায়ক পরেশ পাল সহ অনেককেই এই ধরনের উদ্যোগ নিতে দেখা গেছে।
হ্যাঁ এবার রাজভবনে এই প্রথমবার বসতে চলেছে গণ বিবাহের (Mass marriage) আসর। তাও আবার রাজ্যপালের উদ্যোগেই। বছরের এই ধরনের আসর রাজভবনে এই প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে। এই বিয়ের জন্য ইচ্ছুক পাত্র-পাত্রীদের মানতে হবে বেশ কিছু নিয়ম, এমনটাই জানিয়েছে রাজভবন। বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Governor CV Anand Bose) বাংলার রাজভবনে তৃতীয় বর্ষ অতিক্রম করে চতুর্থ বর্ষে পড়তে যাচ্ছে। উপলক্ষ সেটাই।
আরও পড়ুন- জট কেটে কোন শর্তে জেল মুক্তি পার্থর?
আগামী ১৬ নভেম্বরের মধ্যে আবেদন চাওয়া হয়েছে। সমাজের অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে শংসাপত্র এনে জমা করার পরে ১০০ জন দম্পতিকে বেছে নেবে রাজ্যপালের অফিস। আবেদনকারীদের রাজভবনের ঠিকানায় বা রাজভবনের মেইল এ পাঠাতে হবে আবেদন। গণবিবাহের খরচ বহন করবে রাজভবন। নব দম্পতিদের জন্য থাকছে উপহারের ব্যবস্থাও। আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে এই গণবিবাহের আসর।
কীভাবে আবেদন জানাবেন-
কনের বিবরণ (BRIDE DETAILS):
কনের নাম:
কনের ঠিকানা:
(এখানে কনের একটি সাম্প্রতিক ছবি যুক্ত করতে হবে।)
কনের বৈধ বয়স প্রমাণের নথি:
কনের আধার নম্বর:
কনের পিতার নাম:
কনের মাতার নাম:
যদি কনের জন্য আইনগত অভিভাবকের নাম
(আইনগত অভিভাবক নিয়োগের আদালতের আদেশের অনুলিপি সংযুক্ত করতে হবে।)
পিতামাতা/আইনগত অভিভাবকের, প্রযোজ্য ক্ষেত্রে, আধার নম্বর:
পিতামাতা/আইনগত অভিভাবকের (যে ক্ষেত্রে প্রযোজ্য) ঠিকানা:
পিতামাতা/আইনগত অভিভাবকের পেশা:
কনের পেশা ও কর্মসংস্থানের বিবরণ:
পিতামাতা/অভিভাবকের বাৎসরিক আয়:
বিবাহ সম্বন্ধে কনের সম্মতি:
বিবাহ সম্বন্ধে পিতামাতা/অভিভাবকের সম্মতি:
বিবাহ নিবন্ধনের প্রক্রিয়া শুরু হয়েছে কি না, হয়ে থাকলে সংশ্লিষ্ট নথি সংযুক্ত করতে হবে।
(যদি না হয়ে থাকে, তবে রাজভবন কর্তৃক বিবাহ নিবন্ধনের ব্যবস্থা করা হবে।)
কনের স্বাক্ষর:
উভয় পিতামাতা/অভিভাবকের স্বাক্ষর:
বি.দ্র. – গ্রামের প্রশাসনিক আধিকারিক/সরপঞ্চ বা কোনও গেজেটেড অফিসারের প্রত্যয়নপত্র (certificate) সংযুক্ত করতে হবে, যাতে উল্লিখিত বিবরণগুলির যথার্থতা প্রমাণ করবে
বরের বিবরণ (BRIDEGROOM DETAILS):
বরের নাম:
বরের ঠিকানা:
(এখানে বর-এর একটি সাম্প্রতিক ছবি সংযুক্ত করতে হবে।)
বরের বৈধ বয়স প্রমাণের নথি:
বরের আধার নম্বর:
বরের পিতার নাম:
বরের মাতার নাম:
যদি বর-এর জন্য কোনও আইনগত অভিভাবক নিয়োজিত থাকেন, তবে তাঁর নাম:
(আইনগত অভিভাবক নিয়োগের আদালতের আদেশের অনুলিপি সংযুক্ত করতে হবে।)
পিতামাতা/আইনগত অভিভাবকের, প্রযোজ্য ক্ষেত্রে, আধার নম্বর:
পিতামাতা/আইনগত অভিভাবকের (যে ক্ষেত্রে প্রযোজ্য) ঠিকানা:
পিতামাতা/আইনগত অভিভাবকের পেশা:
বরের পেশা ও কর্মসংস্থানের বিবরণ:
পিতামাতা/অভিভাবকের বাৎসরিক আয়:
বিবাহ সম্বন্ধে বর-এর সম্মতি:
বিবাহ সম্বন্ধে পিতামাতা/অভিভাবকের সম্মতি:
বিবাহ রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হয়েছে কি না, হয়ে থাকলে সংশ্লিষ্ট নথি সংযুক্ত করতে হবে।
(যদি না হয়ে থাকে, তবে রাজভবন কর্তৃক বিবাহ নিবন্ধনের ব্যবস্থা করা হবে।)
বরের স্বাক্ষর:
উভয় পিতামাতা/অভিভাবকের স্বাক্ষর:
বি.দ্র. – গ্রামের প্রশাসনিক আধিকারিক/সরপঞ্চ বা কোনো গেজেটেড অফিসারের প্রত্যয়নপত্র (certificate) সংযুক্ত করতে হবে, যাতে উল্লিখিত বিবরণগুলির যথার্থতা প্রত্যয়িত থাকবে।
এখানে উল্লেখযোগ্য রাজভবন কেবল মাত্র বিবাহ অনুষ্ঠান আয়োজন এবং বিবাহ অনুষ্ঠানের ব্যয়ভার বহন করবে। বিবাহিত যুগলদেরকে প্রতীকী উপহার প্রদান করা হবে।
বিবাহিত যুগলদের সঙ্গে তাঁদের পিতামাতা/অভিভাবক এবং অন্য আত্মীয়স্বজন মিলিয়ে উভয় পক্ষ থেকে সর্বোচ্চ ১০ জন পর্যন্ত উপস্থিত থাকতে পারবেন। এও উল্লেখযোগ্য যে, COMMUNITY WEDDING-এর জন্য সর্বাধিক ১০০ (একশো) জনের ব্যবস্থা থাকবে।
উপরোক্ত নির্ধারিত ফরম্যাটে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণ সংক্রান্ত বিষয়ে রাজভবন কর্তৃপক্ষের সিদ্ধান্তই এখানে চূড়ান্ত।
সঠিকভাবে পূরণকৃত আবেদনপত্রের উপর COMMUNITY MARRIAGE ২০২৫, RAJ BHAVAN, KOLKATA এই শব্দগুলি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
আবেদনপত্রগুলি ই-মেইল/ডাকযোগে/নিজে উপস্থিত হয়ে, নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে- যাতে১৬.১১.২০২৫ তারিখের মধ্যে অবশ্যই রাজভবনে যায়-
আবেদনপত্র প্রেরণের ঠিকানা:
উপসচিব
রাজ্যপাল সচিবালয়
রাজভবন, কলকাতা – ৭০০০৬২
ই-মেইল:
peaceroomrajbhavan@gmail.com
generalcellgs@gmail.com
specialcellgs@gmail.com
রাজভবন PBX নম্বর: ০৩৩-২২০০১৬৪১
দেখুন আরও খবর-







