Monday, September 8, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollবিজেপি বিধায়কের গলায় অ্যাসিড ঢালার হুমকি এই তৃণমূল নেতার, তুমুল বিতর্ক
BJP Vs TMC

বিজেপি বিধায়কের গলায় অ্যাসিড ঢালার হুমকি এই তৃণমূল নেতার, তুমুল বিতর্ক

মালদহে রাজনৈতিক উত্তেজনা চরমে

মালদহ: মালদহে (Maldah) রাজনৈতিক উত্তেজনা চরমে। প্রকাশ্যে বিজেপি (BJP) বিধায়ককে হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন জেলা তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সভাপতি আব্দুর রহিম বকশি। ঘটনায় গেরুয়া শিবির ক্ষোভে ফেটে পড়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। জেলা সভাপতি আব্দুর রহিম বকশি এক সভায় বক্তব্য রাখতে গিয়ে সরাসরি বলেন, “আমরা চাইলে ওদের ঘর থেকে বেরোতে দেব না।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, শাসকদলের নেতা প্রকাশ্যে বিরোধী বিধায়ককে ভয় দেখাচ্ছেন। এর মাধ্যমে পরিষ্কার, মালদহে গণতন্ত্র বিপন্ন।

আরও পড়ুন: তমলুকে গাড়ি থেকে পড়ে হেলপারের মর্মান্তিক মৃত্যু, মৃতদেহ রাস্তায় ফেলে পালাল চালক

বিজেপি নেতৃত্বের দাবি, এ ধরনের হুমকি আসলে তাঁদের কর্মীদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা। বিজেপি বিধায়করা জনসমর্থন নিয়েই নির্বাচিত হয়েছেন, তাই তৃণমূলের এ ধরনের মানসিক সন্ত্রাসে তারা ভয় পাবেন না। অপরদিকে, তৃণমূলের একটি অংশের বক্তব্য, জেলা সভাপতির বক্তব্য প্রসঙ্গভিত্তিক হলেও তা বিকৃত করে ছড়ানো হচ্ছে।

উল্লেখ্য, মালদহে সাম্প্রতিককালে একাধিকবার তৃণমূল–বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিধানসভা নির্বাচনের পর থেকে জেলায় রাজনৈতিক রেষারেষি আরও বেড়েছে। তাই জেলা সভাপতির এই বক্তব্যে নতুন করে অগ্নিগর্ভ হল পরিস্থিতি।

বর্তমানে বিজেপি নেতৃত্ব হুমকির প্রতিবাদে কমিশনের দ্বারস্থ হওয়ার কথা ভাবছে। অন্যদিকে, তৃণমূল জেলা সভাপতি তাঁর বক্তব্যকে “রাজনৈতিক ইশারা” বলে ব্যাখ্যা করেছেন। তবে বিরোধীরা জানাচ্ছে, এ ধরনের মন্তব্যের জন্য তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News