Monday, September 1, 2025
HomeScrollভারতে আসছেন না, হঠাৎ সফর বাতিল ট্রাম্পের !

ভারতে আসছেন না, হঠাৎ সফর বাতিল ট্রাম্পের !

ভারতে অনুষ্ঠেয় কোয়াড সম্মেলনেও যোগ দেবেন না মার্কিন প্রেসিডেন্ট

ওয়েবডেস্ক- ভারতে আসছেন না মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্প (US President Donald Trump) এমনকী ভারতে (India) অনুষ্ঠেয় কোয়াড শীর্ষ সম্মেলনেও (Quad Summit) যোগ দেবেন না তিনি।

ভারতে ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্প প্রশাসন। এই নিয়ে একটু দমবার পাত্র নয় বলে ভারত জানিয়ে দিয়েছেন। সেই সঙ্গে বিদেশমন্ত্রী জয়শঙ্কর আরও বিষয়টি পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, যেখান থেকে সস্তায় তেল পাবে, ভারত সেখান থেকেই তেল কিনবে। এদিকে এই পরিস্থিতিতে চীন (China) সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Pm Narendra Modi)। গালওয়ান, ডোকলাম ভুলে ফের দুই দেশ একসঙ্গে চলার বার্তা দিয়েছে। আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের (Chinese President Xi Jinping) সঙ্গে বৈঠক হয়। সেইখানে দুই দেশের রাষ্ট্রপ্রধান একসঙ্গে হাসি মুখের ছবি দিয়েছে। ফলে চীন ও ভারতের মধ্যে পারদ গলছে, আর এই পরিস্থিতিতে সবচেয়ে উদ্বেগে মার্কিন প্রেসিডেন্ট।

আমেরিকান সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আগেই জানিয়েছিলেন যে তিনি এ বছরের শেষের দিকে ভারত সফরে আসবেন। কিন্তু এখন আচমকা সেই সফর বাতিল করা হয়েছে। এই ভারত বা আমেরিকার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এমনকী ভারতে অনুষ্ঠেয় কোয়াড সম্মেলনেও যোগ দেবেন না তিনি। এর আগে জানুয়ারিতে আমেরিকান প্রশাসন কোয়াড দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকের আয়োজন করেছিল।

আরও পড়ুন-  হাত মেলাল ভারত-চীন! মোদিকে ‘বন্ধুত্বের আহ্বান’ জিনপিংয়ের

মার্কিন শুল্ক বাণে ভারত  ও আমেরিকার মধ্যে দূরত্ব বেড়েছে। ভারত ও পাকিস্তানের যুদ্ধের সময় ট্রাম্পের দাবি ছিল, তাঁর জন্যই যুদ্ধ বিরতি হয়েছে। কিন্তু ট্রাম্পের সেই দাবি নাকচ করে দেন প্রধানমন্ত্রী মোদি। ভারত স্পষ্ট করে জানিয়ে দেয় এই বিষয়ে কোনও দেশ মধ্যস্থতা করেনি। তবে ‘যুদ্ধ বিরতি’ নিয়ে ট্রাম্পকে একসময় বলতে শোনা গেছে, তিনি এত দেশের মধ্যে যুদ্ধ বিরতি করিয়েছেন তাঁর নোবেল পাওয়া উচিত ছিল। ভারত অবশ্য ট্রাম্পের এই মন্তব্য নিয়ে কোনও উচ্চবাচ্য করেনি। তবে এখন পর্যন্ত মোট পাঁচটি দেশ ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য সমর্থন করেছে। এগুলো হল – আজারবাইজান, আর্মেনিয়া, কম্বোডিয়া, ইজরায়েল এবং পাকিস্তান।

দেখুন আরও খবর-

Read More

Latest News