কলকাতা: ৩৯ দিনের মাথায় উচ্চ মাধ্যমিক প্রথম পর্বের ফলঘোষণা (West Bengal Higher Secondary Third Semester Result Out)। শুক্রবার দুপুর দু’টো থেকে পরীক্ষার ফল দেখা যাবে শুধুমাত্র অনলাইনে। এ বারই প্রথম দেশের মধ্যে কোনও রাজ্যে সেমেস্টার পদ্ধতিতে দ্বাদশ পরীক্ষার আয়োজন করা হয়। ওএমআর শিট-এ এই প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এ রাজ্যের পড়ুয়ারা। চলতি বছরে মোট পাশের হার ৯৩.৭২ শতাংশ। মেধাতালিকায় (Merit List) জায়গা করে নিল মোট ৬৯ জন। যাঁদের মধ্যে প্রথম হওয়া দু’জন পরীক্ষার্থী পেয়েছেন মোট ৯৮.৯৭ শতাংশ। এই দু’জন হলেন, প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। দু’জনেই পুরুলিয়ার বাসিন্দা।
সাংবাদিক বৈঠকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য,উচ্চ মাধ্য়মিকের সেমেস্টার পদ্ধতি ভারতবর্ষে প্রথম আয়োজন করল বাংলা। গোটা ব্যাপারটাই অনেকটা চ্যালেঞ্জিং ছিল। পরীক্ষার পর সমস্ত OMR শিটগুলিকে ডিজিটাল ভাবে সংরক্ষণ করা হয়েছে। আর এগুলির হার্ডকপি ৬ মাস পর্যন্ত সংরক্ষণ করা হবে। এই গোটা পর্বে ৩৮ লক্ষের অধিক ওএমআর আমাদের জমা পড়েছে।’ চলতি বছরে মোট পাশের হার ৯৩.৭২ শতাংশ। গত বছর এই পাশের হার ছিল ৯০.৭৯ শতাংশ। ২০১১ থেকে এখনও পর্যন্ত এই পাশের হার সবচেয়ে বেশি।
পাশের হারে জেলা ভিত্তিতে প্রথম হয়েছে দক্ষিণ ২৪ পরগনা। দ্বিতীয় স্থানে নদিয়া। কলকাতা ১২ তম স্থানে। এছাড়াও সায়েন্সে পাশের হারের ৯৮.৮ শতাংশ। কমার্সে ৯৮.১৯ শতাংশ। কলা বিভাগে ৯২.৫৪ শতাংশ।মেধাতালিকায় জায়গা করে নিয়েছে ৬৯ জন পড়ুয়া। যাঁদের মধ্য়ে ৬৬ জন ছাত্র ও ৩ জন ছাত্রী। এছাড়াও ৬৮ জন সায়েন্স বা বিজ্ঞান বিভাগের পড়ুয়া এবং ১ জন রয়েছেন বাণিজ্য বিভাগের পড়ুয়া। যুগ্ম ভাবে প্রথম হয়েছে ঋতম বল্লভ এবং আদিত্যনারায়ণ জানা, পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্রদের প্রাপ্ত নম্বর ৯৮.৯৭ শতাংশ। মেয়েদের মধ্যে প্রথম হয়েছে দীপান্বিতা পাল, দৌলতপুর হাইস্কুলের পড়ুয়া পেয়েছে ৯৮.৪ শতাংশ।
আরও পড়ুন: প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের পার্ট ওয়ানের ফল, প্রথম দশে রয়েছে ৬৯ জন
মেধাতালিকায় জ্বলজ্বল করছে রামকৃষ্ণ মিশনের নাম। প্রথম দশে থাকা ৬৯ জনের মধ্যে ৫৫ জনই রামকৃষ্ণ মিশনের পড়ুয়া। যাঁদের মধ্য়ে ২৪ জন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের পড়ুয়া ও ৩১ জন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়া। দ্বিতীয়স্থানে ১০ জন (৯৮.৯৫ শতাংশ) অতনু বন্দ্যোপাধ্যায়, রামকৃষ্ণ মিশন, পুরুলিয়া,সৃজন পরিচা, রামকৃষ্ণ মিশন, পুরুলিয়া,সৌমাল্য রুদ্র, রামকৃষ্ণ মিশন, পুরুলিয়া,ত্রিদেব চক্রবর্তী, রামকৃষ্ণ মিশন, পুরুলিয়া,তপোব্রত দাস, সিউড়ি,অর্কদ্যুতি ধর, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর,অরিঘ্ন সরকার, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর,ঐতিহ্য কচাল, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর,অত্রিৎ পাল, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর,প্রত্যুষ মণ্ডল, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর।
তৃতীয়স্থানে ১ জন (৯৮.৯২ শতাংশ) সোহম ভৌমিক, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর। চতুর্থস্থানে ১০ জন (৯৮.৪২ শতাংশ) দিপান্বিতা পাল, দৌলতপুর হাই স্কুল (মেয়েদের মধ্যে প্রথম),মণীশ সেনাপতি, মেদিনীপুর কলেজিয়েট স্কুল,আলেখ্য মাইতি, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর,জয় হীরা, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর,দেবপ্রিয় মাঝি, রামকৃষ্ণ মিশন, পুরুলিয়া,সাগ্নিক ঘটক, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর,ঋতব্রত ঘোষ, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর,তন্ময় মণ্ডল, রামকৃষ্ণ মিশন, পুরুলিয়া,শুভদীপ পরিকারী, রামকৃষ্ণ মিশন, পুরুলিয়া,জিষ্ণু কুণ্ডু, রামকৃষ্ণ মিশন, পুরুলিয়া,পঞ্চমস্থানে ২ জন (৯৮.৩৮ শতাংশ) রেহাল রিজভি শেখ, আবদুল মোতালেব হাই মাদ্রাসা, সৌম্যদীপ মিশ্র, রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর।ষষ্ঠ – ৯৭.৮৯ নম্বর পেয়ে ১৩ জন রয়েছে, [1:01 pm, 31/10/2025] +91 98747 89112: সপ্তম – ৯৭.৮৪ ৬ জন রয়েছে। অষ্টম – ৯৭.৫০ বানিজ্য – গোলাম ফয়সাল, কলকাতা। নবম – ৯৭.৩৭, দশম – ৯৭.৩০ নম্বর পেয়েছে ৯ জন।
অন্য খবর দেখুন


