Wednesday, October 29, 2025
HomeScrollআসানসোলে কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু
Asansole

আসানসোলে কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ, প্রশ্নের মুখে কারখানার নিরাপত্তা

আসানসোল, উৎপল পাতর- আসানসোলের (Asansole) জামুরিয়া (Jamuria) এলাকায় কারখানায় শ্রমিক (Woreker) মৃত্যু। কারখানার নিরাপত্তা (Factory safety) নিয়ে উঠলো জোড়ালো প্রশ্ন। মঙ্গলবার সাতসকালে জামুরিয়ার শেখপুরে অবস্থিত “রাজশ্রী” নামে এক বেসরকারি কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু ঘিরে জ্বলে উঠল বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ল।

কারখানা কর্তৃপক্ষের নিরাপত্তা নিয়ে জোরালো প্রশ্ন তুলল মৃত শ্রমিকের পরিবারের লোকজন থেকে শুরু করে কারখানার অন্যান্য শ্রমিকরা। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত শ্রমিকের নাম কেশব বাউরি (Keshav Bauri) । জামুরিয়া বিধানসভার চুরুলিয়া এলাকার বাসিন্দা বলে জানা যায়।

কারখানায় দুর্ঘটনায় মৃত্যুর খবর চাউর হতেই পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছায়। তাছাড়াও শ্রমিক সংগঠনের সদস্যরা উপস্থিত হয়ে একযোগে কারখানার প্রধান গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিবারের দাবি, কারখানার মধ্যে কোনও নিরাপত্তা নেই। তাই এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষকে নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। উত্তেজনার খবর পেয়ে  ঘটনাস্থলে জামুড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।  দেহটি ময়নাতদন্তের জন্য  দুর্গাপুরে পাঠানো হয়েছে। কারখানায় কর্মরত শ্রমিকের মৃত্যুকে ঘিরে কারখানার সামনে শ্রমিক ও এলাকাবাসীদের ক্ষতিপূরণে দাবিতে বিক্ষোভ।

আরও পড়ুন- দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে গ্রেফতার বিজেপি বিধায়কের ভাইপো, দেখুন বড় আপডেট

আসানসোল  জামুরিয়া শিল্প তালুক এক বেসরকারি  কারখানা সামনে বিক্ষোভ দেখায় এলাকাবাসীর। ঘটনাসূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কারখানায় কাজ করতে গিয়ে দুর্ঘটনা কবলে পড়ে মৃত্যু হয় কেশব বাউরী নামে এক শ্রমিকের। পরিবার ও স্থানীয়দের দাবি কিছু উপযুক্ত ক্ষতিপূরণ এবং পোষ্যর চাকরি দাবিতে আন্দোলনে নামলেও কারখানা কর্তৃপক্ষর কাউকে দেখা যায় নি।

দেখুন আরও খবর-

Read More

Latest News