Thursday, January 1, 2026
HomeScrollনিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি!
Zohran Mamdani

নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি!

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

ওয়েব ডেস্ক: নিউ ইয়র্ক সিটির (New York City) নতুন মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি (Zohran Mamdani)। সিটি হল সাবওয়ের একটি পরিত্যক্ত মেট্রো স্টেশনে (Metro Station) শপথগ্রহণ করেন তিনি। ইতিহাস গড়ে মামদানি হলেন নিউ ইয়র্ক সিটির (New York) প্রথম মুসলিম মেয়র। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে নিউ ইয়র্ক সিটির প্রশাসনে শুরু হল এক নতুন অধ্যায়।

আরও পড়ুন: নববর্ষের আগেই ভূমিকম্প! থরথরিয়ে কাঁপল মাটি! কোথায় জানেন?

এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।

Read More

Latest News