Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরAIIMS BJP: পরীক্ষা ছাড়াই চাকরি কল্যাণী এইমসে, বিজেপি বিধায়কের পুত্রবধূকে ফের ডাকল...

AIIMS BJP: পরীক্ষা ছাড়াই চাকরি কল্যাণী এইমসে, বিজেপি বিধায়কের পুত্রবধূকে ফের ডাকল সিআইডি

Follow Us :

কলকাতা: কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় চাকদহের বিজেপি বিধায়কের পুত্রবধূকে ফের ডাকল সিআইডি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুত্রবধূ অনুসূয়া ঘোষকে কল্যাণীর এইমসে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল চাকদহ বিধানসভার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের বিরুদ্ধে। অনুসূয়াকে নোটিস পাঠিয়ে শুক্রবার তলব করে সিআইডি। কিন্তু অনুসূয়া সিআইডি অফিসে হাজিরা দেননি। এর পর আজ, শনিবার ফের তাঁকে নোটিস পাঠাল সিআইডি।

বুধবার ফের হাজিরা দিতে বলা হয়েছে অনুসূয়া ঘোষকে। একই সঙ্গে সিআইডি জানতে চেয়েছে, তিনি জিজ্ঞাসাবাদের জন্য সিআইডির সদর দফতর ভবানীভবনে আসবেন নাকি সিআইডি তাঁকে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবে। একই মামলায় অভিযুক্ত কুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়েকেও সোমবার তলব করেছে সিআইডি। কোনও চিঠি পাননি, বলে জানিয়েছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক। 

কল্যাণী এইমসে প্রভাব খাটিয়ে বিজেপি নেতারা তাদের আত্মীয় পরিজনকে চাকরি পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সেই তালিকায় রয়েছেন চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনুসূয়া। রয়েছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রেয়ী।

এই বিষয়ে বিধায়ক বঙ্কিম ঘোষ জানিয়েছিলেন, কল্যাণী এইমস একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সেখানে ৩৬টি শূন্যপদে নিয়োগের কথা উল্লেখ ছিল। সেইমতো আপার ডিভিশন ক্লার্ক পদে তাঁর পুত্রবধূ পরীক্ষা দেন। যাঁরা উত্তীর্ণ হয়েছেন, এইমস তাঁদের নিয়োগ করেছে। এর থেকে বেশি কিছু বলতে পারবেন না। যদি কেউ অভিযোগ করেন, সত্যতা প্রমাণের দায়ও তাঁরই। এই অভিযোগ যদি সত্যি বলে প্রমাণিত হয়, তাহলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments