ব্যারাকপুর: ব্যারাকপুরের ঘোষপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘোষপাড়া রোডে লেগেছে আগুন। প্রথমে এই আগুন লেগেছে কাপড়ের দোকানে। তারপর সেখান থেকেই এলাকায় ছড়িয়ে পরে এই আগুন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ঘিঞ্জি এলাকায় এই আগুন লেগেছে, তাই দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। কাপড়ের দোকান থেকে আগুন লাগে ব্যারাকপুরের শপিং মলেও। দাউ দাউ করে জ্বলতে থাকে শপিং মল। পাশেই রয়েছে আরও বেশ কয়েকটি রেস্তরাঁ এবং মাল্টিপ্লেক্স। সেখানেও আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরতে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সেখানে উপস্থিত হয়েছে ৩ টি দমকলের ইঞ্জিন। শুরু হয়েছে আগুন নেভানোর কাজ।
আরও পড়ুন: পার্ক সার্কাসে ভয়াবহ আগুন
ইতিমধ্যেই গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। শপিং মলের একটি অংশ পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। সবাইকে সেখান থেকে বেড় করে আনা সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, ব্যারাকপুর স্টেশন থেকে ঢিল ছোড়া দুরত্বে ঘটে এই অগ্নিকান্ডের ঘটনা। যার জেরে ইতিমধ্যেই স্থানীয়দের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। ঘটনা প্রসঙ্গে বলে রাখি, গতকাল কলকাতার পার্ক সার্কাসে লাগে বিধ্বংসী আগুন। যার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল পার্ক সার্কাস ষ্টেশন থেকে ট্রেন চলাচল। কর্ড লাইনে বন্ধ ছিল ট্রেন চলাচল। সেখানেও ঘিঞ্জি এলাকায় আগুন লাগায়, আগুন দ্রুত ছড়িয়ে পরে বলে জানা গিয়েছে।
দেখুন অন্য খবর