কলকাতা: আলিপুরদুয়ারের (Mamata in Alipurduar) প্রশাসনিক সভায় সরকারি প্রকল্পের পরিষেবা বন্টন নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। সরকারি কাজে ফাঁকিবাজি বরদাস্ত করবেন না তা সাফ জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠক থেকে ডিএম-এসডিপিওকে কড়া বার্তা দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মমতা বলেন, আপনারা ভাবেন না কলকাতা থেকে আলিপুরদুয়ারের দূরত্ব অনেক বেশি। সমন্বয় পোর্টালের মাধ্যমে সব কাজের নজরদারি হচ্ছে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি দিয়ে বলেন, “সরকারি প্রকল্পের জন্য কাউকে এক পয়সা দেওয়ার দিতে হবে। কেউ যদি টাকা চায়, আর কমপ্লেন এলে অ্যাকশন নেব। এফআইআর করা হবে।
এদিন সভায় প্রশাসনিক সভা থেকে জেলা প্রশাসনের সর্বস্তরের আধিকারিকদের উদ্দেশে মমতা বলেন, সরকারি প্রকল্প রূপায়ণে এত কেন দেরি হচ্ছে? মমতা বলেন, কেন মানুষের উন্নয়নের কাজ সময় মতো শেষ হলনা। কার গাফিলতিতে কাজগুলো সময় মতো শেয হল বনা প্রশ্ন তুললেন মমতা। আপনাদের সব কাজের উপর নজর রয়েছে। আমরা সমন্বয় পোর্টালের মাধ্যমে সবার কাজের উপর নজর রাখছি। মাঠে নেমে বিডিওদের কাজের তদারকি করতে হবে। স্থানীয়দের সঙ্গে কথা বলতে হবে। আদিবাসীদের জমি নিয়ে বেনিয়ম করা যাবে না।
আরও পড়ুন: মমতার সভায় উপস্থিত থাকতে চলেছেন বিজেপির জন বার্লা! আজই কি যোগ দিতে চলেছেন তৃণমূলে?
অন্য খবর দেখুুন