কলকাতা: চলছে আইপিএলের (IPL 2025) মরসুম। এই আবহে দেশজুড়ে সক্রিয় বেটিং চক্র। এবার দুর্নীতির বড়সড় পর্দাফাঁস করল ফরাক্কা থানার পুলিশ। অভিযোগ ছিল, ফরাক্কাতে বাড়ি ভাড়া নিয়ে ছত্তিশগড়ের ৯ জন বাসিন্দা অনলাইন বেটিংয়ের কারবার চালাত। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৩২টি মোবাইল, ৫টি ল্যাপটপ, একাধিক সিমকার্ড। অনলাইন লেনদেনের প্রমাণও মিলেছে। জানা গিয়েছে, ধৃতরা অধিকাংশই ছত্তিশগড়ের বাসিন্দা।
আরও পড়ুন: মগরাহাট স্টেশনে বিধ্বংসী আগুন
বল্লালপুর এলাকায় মুস্তাকিম শেখ নামে এক ব্যক্তির বাড়িতেই রমরমিয়ে চলছিল আইপিএল বেটিং চক্র। সেখানে হানা দেয় ফরাক্কা পুলিশ। হাতেনাতে ৯ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সনৎ জাঙ্গেল, ফারহাজ সেখ, ওয়াসিম, রাহুল দেওয়ানগন, দিকেশ কুমার, লালতা প্রজাপতি, রোহন অ্যান্টনি, চন্দন সোনয়ানি, অমিত লোটারে। প্রত্যেকেই ছত্তিশগড়ের বাসিন্দা।
উল্লেখ্য, যার বাড়িতে বেটিং চক্র চলছিল, সেই মুস্তাকিম শেখের কোনও খোঁজ পাওয়া যায়নি। সে কিষাণ সেলের সভাপতি বলেই খবর। তার খোঁজে চলছে জোর তল্লাশি। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩২ টি মোবাইল, ৫টি ল্যাপটপ এবং প্রচুর সংখ্যক সিমকার্ড পাওয়া গিয়েছে। একাধিকবার অনলাইনে লেনদেন করার প্রমাণ মিলেছে। সেই সংক্রান্ত নথিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃত ৯ জনকেই জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। তাদের ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় পুলিশ।
দেখুন আরও খবর: