Tuesday, January 13, 2026
HomeScrollউত্তরপাড়া নাবালিকা ধর্ষণকাণ্ডে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে সন্দেহ প্রকাশ আইনজীবীর

উত্তরপাড়া নাবালিকা ধর্ষণকাণ্ডে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে সন্দেহ প্রকাশ আইনজীবীর

প্রূয়োজনে কেন্দ্রীয় শিশু সুরক্ষা মন্ত্রী স্মৃতি ইরানির কাছে যাওয়ার কথা বলছেন আইনজীবী

ওয়েবডেস্ক- উত্তরপাড়া (Uttarpara) নাবালিকা (Minor) ধর্ষণকাণ্ডে তদন্তে অগ্রগতি হচ্ছে না দাবি করছেন তার আইনজীবী শুভদীপ নাথ (Lawyer Shubhdeep Nath) । দরকার হলে কেন্দ্রীয় শিশু সুরক্ষা মন্ত্রী স্মৃতি ইরানির কাছে যাওয়ার কথা বলছেন আইনজীবী। উত্তরপাড়া হিন্দমোটরের বন্ধ কারখানায় ধর্ষণকাণ্ডে এখনও অধরা দুই অভিযুক্ত। এই কিসের অগ্রগতি আমি সন্তোষজনক মনে করছি না। থানায় সারারাত মাটিতে শুয়ে ছিলেন নির্যাতিতা বলে অভিযোগ তার আইনজীবীর।

এখন নির্যাতিতার মানসিক ও শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। সময় মতো কোনও কিছু সিজ হচ্ছে না। জায়গা থেকে কি নমুনা সংগ্রহ করা হয়েছে সেই বিষয়ে আমরা জানতে পারছি না। এখন পর্যন্ত  নির্যাতিতা গোপন জবানবন্দী হয়ে ওঠেনি। কিভাবে নির্যাতিতা বিচার পাবে আমারও সন্দেহ হচ্ছে। গ্রেফতার হওয়া তৃণমূল কর্মী কল্যাণ ব্যানার্জির কাছে কেসটা দেখার জন্য বলছে, অন্যদিকে তৃণমুলের যুব নেত্রী বলছে আমাদের দলে ছিল না। নির্যাতিতা যাওয়া উচিত কল্যাণ ব্যানার্জির কাছে।  আমি চাইছি  কমিশনারেটের পক্ষ থেকে তদন্তটা ভালোভাবে করা হোক।

আরও পড়ুন-  শিয়ালদহ থেকে এক ট্রেনেই দেওঘর–কাশী, এ মাসেই শুরু সস্তার অমৃত ভারত

উত্তরপাড়া চেয়ারম্যানের মাথায় নেই, গোপনীয়তা বজায় রেখে নির্যাতিতার পাশে থাকা বা মনে ভরসা দেওয়া। কোনও অদৃশ্য শক্তি বিচারটাকে আটকাচ্ছে এটা আমাদের কাছে একটা বিশাল সন্দেহ।

Read More

Latest News