Friday, August 22, 2025
HomeScrollপ্রজাতন্ত্র দিবসে পুলিশ মেডেল বাংলার ২০ জনকে

প্রজাতন্ত্র দিবসে পুলিশ মেডেল বাংলার ২০ জনকে

কলকাতা: ২৬ জানুয়ারি (26th January) দেশজুড়ে পালিত হবে ৭৬তম প্রজাতন্ত্র দিবস (Republic Day 2025)। প্রতি বছর দু’টি ক্ষেত্রে পদক দিয়ে, যে পুলিশকর্তারা উল্লেখযোগ্য কাজ করেছেন তাঁদের সম্মান জানায় কেন্দ্র। প্রথমটি মেডেল অব ডিসটিঙ্গুইশড সার্ভিস (বিশেষ অবদান)-এর জন্য। অপরটি, মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস (উল্লেখযোগ্য অবদান)-এর জন্য।

চলতি বছর প্রজাতন্ত্র দিবসে এ রাজ্যের ২০ জন (West Bengal Police) পুলিশকর্তা ও আধিকারিক পেতে চলেছেন রাষ্ট্রপতি পুরস্কার। কারা? রইল তালিকা।

আরও পড়ুন: ২৪ ঘণ্টার মধ্যেই ফিরবে হাড়কাঁপানো শীত, ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস! রইল আবহাওয়ার আপডেট

১. দ্যুতিমান ভট্টাচার্য, সুপারিটেন্ডেন্ট অব পুলিশ
২. দেবাশীষ ঘোষ, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ
৩. শুভাশিস ভট্টাচার্য, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ
৪. সোমজিৎ সুর, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ
৫. জয়ন্ত কুমার সাহা, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ
৬.সুমিত দাসগুপ্ত, ইন্সপেক্টর
৭.নন্দদুলাল ঘোষ, ইন্সপেক্টর
৮. বিভাস দেব, ইন্সপেক্টর
৯. মনোজ কুমার রায়, কনস্টেবল
১০. অনিমেষ ঘোষ, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর
১১. গৌতম হালদার, কনস্টেবল
১২. মহম্মদ শহীদ মোল্লা, সাব ইন্সপেক্টর
১৩. সিদ্ধার্থ মণ্ডল, সাব ইন্সপেক্টর
১৪. মানস মুখার্জী, সাব ইন্সপেক্টর
১৫. বিশ্বজিৎ পাল, সাব ইন্সপেক্টর
১৬.রণজিৎ ছেত্রী, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর
১৭.বিদ্যুৎ কর্মকার, সাব ইন্সপেক্টর
১৮. তুহিন শুভ্র রাহা, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর
১৯. সুজাতা মন্ডল, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর
২০. সুতপা পাত্র সরকার, কনস্টেবল

দেখুন আরও খবর:

Read More

Latest News