Tuesday, November 11, 2025
Homeবুমরাকে এ কীসের সঙ্গে তুলনা করলেন হার্দিক!  

বুমরাকে এ কীসের সঙ্গে তুলনা করলেন হার্দিক!  

স্পোর্টস ডেস্ক: গুজরাট টাইটান্সকে (Gujarat Titans) ২০ রানে হারিয়ে কোয়ালিফায়ার ২-এ উঠেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। রবিবার পাঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে তাদের কার্যত সেমিফাইনাল। যারা জিতবে, ফাইনালে তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) মুখোমুখি হবে। শুক্রবার গুজরাটের বিরুদ্ধে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। তবে সবাই জানে, জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) না থাকলে ম্যাচটা হাত থেকে বেরিয়ে যেত। মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া তাই বুমরার উচ্ছ্বসিত প্রশংসা করলেন।

রোহিতের ৫০ বলে ৮১ এবং জনি বেয়ারস্টোর (Jonny Bairstow) ২২ বলে ৪৭ রানের ইনিংসে ভর করে ২২৮ রানের বিশাল স্কোর খাড়া করে মুম্বই। রান তাড়া করতে নেমে শুরুতেই আউট হয়ে যান গুজরাট অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। লড়ছিলেন তরুণ প্রতিভা সাই সুদর্শন (Sai Sudarshan) এবং ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। এই দুজন ম্যাচ নিয়ে চলে যাচ্ছিলেন, বাদ সাধলেন বুমরা। দুরন্ত ইয়র্কারে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন সুন্দরকে (২৪ বলে ৪৮)।

আরও পড়ুন: আজ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, মুখোমুখি পিএসজি-ইন্টার

দুই ইনিংস মিলিয়ে ৪৩৬ রান ওঠা ম্যাচে বুমরা চার ওভারে দিয়েছেন মাত্র ২৭ রান। তার উপর সুন্দরের ওই গুরুত্বপূর্ণ উইকেট। ম্যাচের পরে হার্দিক বলেন, “যখনই মনে হবে খেলা হাতের বাইরে চলে যাচ্ছে, স্রেফ বুমরাকে নিয়ে আসতে হবে। আপনার কাছে এটা থাকা মানে লাক্সারি। অনেকটা মুম্বইয়ের বাড়িঘরের দাম, বুমরা এতটাই বহুমূল্য।”

রবিবার পাঞ্জাবের বিরুদ্ধে নামছেন হার্দিকরা। শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কোয়ালিফায়ার ১-এ আরসিবির কাছে উড়ে গিয়েছে। প্রথমে ব্যাট করে ১০১ রানে গুটিয়ে যায় তারা। বিরাট কোহলির দল মাত্র ১০ ওভারে সেই রান তুলে দিয়ে ফাইনালে চলে যায়।

দেখুন অন্য খবর:

 

Read More

Latest News