Thursday, September 11, 2025
বাঙালি কাউন্টডাউন
Home৬২৯ বছরের প্রাচীন জগন্নাথ দেব, মাহেশের স্নানযাত্রায় মহা ধুমধাম

৬২৯ বছরের প্রাচীন জগন্নাথ দেব, মাহেশের স্নানযাত্রায় মহা ধুমধাম

হুগলি: বাংলার অন্যতম ঐতিহ্যশালী শ্রীরামপুরের মাহেশের (Hooghly Mahesh) প্রাচীন জগন্নাথ দেব। বুধবার সারা দেশের সঙ্গে শ্রীরামপুরের মাহেশের (Mahesh Snan Yatra) মহা সাড়ম্বরে পালিত হচ্ছে ৬২৯ বছরের প্রাচীন জগন্নাথ দেবের স্নানযাত্রা (Mahesh Snan Yatra)। স্নানযাত্রার (Jagannath Snan Yatra) মধ্য দিয়ে রথযাত্রার দিন গোনা শুরু হয়। এদিন সকাল সাতটায় প্রভু জগন্নাথ, বলরাম, এবং সুভদ্রা, কে মূল মন্দিরে গর্ভ গৃহ থেকে নিয়ে আসা হয়েছে মন্দির সংলগ্ন স্নান পিরি ময়দানের স্নান মন্দিরে। সেখানে সকালেই দেওয়া হয়েছে বাল্য ভোগ এবং করা হবে বিশেষ পুজো।

স্নানযাত্রার দিনে রীতি অনুযায়ী স্নানমঞ্চে ২৮ ঘড়া গঙ্গাজল এবং দেড় মণ দুধ দিয়ে স্নান করানো হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে। মন্দির সংলগ্ন স্নানপিড়ির মাঠে জগন্নাথদেবের স্নানমঞ্চে স্নানযাত্রার প্রস্তুতি শুরু হয়েছে। এই স্নানযাত্রা থেকে রথের শুভ সূচনা শুরু। মনে করা হয়, ওই পরিমাণ দুধ-গঙ্গাজলে স্নান করে তিন দেবতার জ্বর আসে। মন্দির বন্ধ রেখে সেবা-শুশ্রূষার পর কবিরাজের পাঁচন খেয়ে তাঁরা সুস্থ হন। এইবছর ৬২৯ তম বর্ষে পদার্পন করেছে মাহেশের রথযাত্রা। স্নানযাত্রার পর আগামী ২৭ জুন রথযাত্রা অনুষ্ঠিত হবে। ওই দিন তিন বিগ্রহ রথে চেপে মাসির বাড়ি র উদ্দেশ্যে রওনা দেবে। এরপর আগামী ৫ জুলাই উল্টোরথের দিন মাসীর বাড়ি থেকে নিজের গৃহে ফিরে আসবে তিন বিগ্রহ।

আরও পড়ুন: স্নান যাত্রার আগে দিঘার জগন্নাথ মন্দিরে কী হচ্ছে? দেখুন এই ভিডিও

জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানান, এ বছরের মূল আকর্ষণ হচ্ছে অভিষেক উৎসব। দেশের বিভিন্ন নদ নদী থেকে নিয়ে আসা জল ,সুগন্ধী আতর, চন্দন, মহার্ঘ্য দ্রব্য দিয়ে চলবে অভিষেক পর্ব সাজানো হবে অনিন্দ্য সুন্দর পুষ্প বেশে। তারপর বেলা ১২:১০ মিনিটে আসবে সেই মাহেন্দ্রক্ষণ ,হাজার হাজার ভক্তের উল্লাস জয় জগন্নাথ ধ্বনিতে হবে প্রভুর স্নান পর্ব । ২৮ ঘরা গঙ্গাজল এবং দেড় মন দুধ দিয়ে স্নান করানো হবে তিন বিগ্রহকে, এবং সারাদিনব্যাপী এই মন্দিরেই এই বিরাজ করবেন জগন্নাথ দেব বলরাম মা সুভদ্রা। এই স্নান মন্দির থেকেই ভক্তদের দর্শন দেবেন।

অন্য খবর দেখুন

Read More

Latest News