Thursday, November 6, 2025
HomeScrollশিশুদের দূরারোগ্য ব্যাধির চিকিৎসা করাতে নতুন বরাদ্দ মমতার!
Mamata Banerjee

শিশুদের দূরারোগ্য ব্যাধির চিকিৎসা করাতে নতুন বরাদ্দ মমতার!

শিশুদের এই ধরণের রোগের চিকিৎসা হবে সরকারি খরচে!

ওয়েব ডেস্ক : শিশুদের দূরারোগ্যের জন্য নতুন বরাদ্দের কথা ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। ফলে ‘শিশুসাথী’ (Sishusaathi) প্রকল্পের আওতায় শিশুদের এই ধরণের রোগের চিকিৎসা হবে সরকারি খরচে। বৃহস্পতিবার এ নিয়ে সমাজমাধ্যমে পোস্ট করে এ নিয়ে সুসংবাদটি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamamata Banerjee)।

মূলত, প্রতিদিন নানা ধরণের অসুখের সম্মুখীন হতে হয় বহু শিশুকে। হৃদযন্ত্র থেকে শুরু করে নানা অসুখের সম্মুখীন হয় শিশুরা। যার চিকিৎসা না করলে ভবিষ্যতে ওই খুদেরা সমস্যার সম্মুখীন হতে পারে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamamata Banerjee) সরকারের সামাজিক প্রকল্প ‘শিশুসাথী’র (Sishusaathi) আওতায় শিশুদের রোগের চিকিৎসা হয়ে থাকে। তবে শিশুদের হৃদযন্ত্রের কিছু দূরারোগ্যের জন্য নতুন বরাদ্দ ঘোষণা করা হল। সেই বরাদ্দের পরিমান হল ৩০০ কোটি।

আরও খবর : গভীর রাতে সুকান্ত–শুভেন্দু বৈঠক, বিজেপি মহলে তীব্র জল্পনা

প্রসঙ্গত, শিশুদের একটি অংশ বিভিন্ন ধরণের সমস্যায় ভোগে। তার মধ্যে রয়েছে ক্লেফট লিপ, প্ল্যালেট, ক্লাবফুটের মতো দূরারোগ্য ব্যাধি। আর এই সব রোগের চিকিৎসা করতে গেলে আর্থিক খরচ অনেকটাই হয়ে থাকে। সরকারি নথি বলছে বর্তমানে ৬৩ হাজার শিশু এই সব ধরণের রোগে ভুগছে।

তবে রাজ্য সরকারের নতুন বরাদ্দের কারণে এখন থেকে ওই শিশুদের চিকিৎসা হবে সরকারি খরচে। বিভিন্ন সরকারি হাসপাতালে নিখরচায় এই সব রোগের চিকিৎসা হবে। প্রসঙ্গত, ২০১৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অধীনে চালু হয়েছে সামাজিক প্রকল্প ‘শিশুসাথী’। সেই প্রকল্পে শিশুদের বিনামূল্যে নানা রোগের চিকিৎসা করা হত। সেই ‘শিশুসাথী’ প্রকল্পের আওতায় এইসব রোগের চিকিৎসা করার জন্য বাড়তি অর্থ বরাদ্দ করা হয়েছে। এ নিয়ে সমাজমাধ্যমে সুসংবাদ জানিয়েছেন মমতা (Mamamata Banerjee)।

দেখুন অন্য খবর :

Read More

Latest News