ওয়েব ডেস্ক : প্রায় তিন বরের বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine War)। তার জেরে মৃত্যু হয়েছে একাধিক মানুষের। কিন্তু সেই যুদ্ধ এখনও থামেনি। কিন্তু এর মাঝেই ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রিই সিবিহা জানালেন, রাশিয়ার সঙ্গে আপস না করে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে চায় তারা।
তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তারা রাশিয়ার (Russia) সঙ্গে কোনো আপস করতে প্রস্তুত নয়। এদিকে রাশিয়ার ক্রমাগত আগ্রাসনের পরিপ্রেক্ষিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ঘোষণা করেছেন, যে তারা সম্পূর্ণভাবে শান্তি স্থাপন করতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে বদ্ধপরিকর। শান্তি প্রক্রিয়ার মাধ্যমে সংকট সমাধান করাই তাদের মূল লক্ষ্য।
আরও খবর : ইমরান খানের দলে বিতর্ক, বাতিল শীর্ষ কমিটি !
ইউক্রেনের এই মনোভাব আন্তর্জাতিক মহলে ব্যাপক সমর্থন পেয়েছে। ইউক্রেনের (Ukrine) কূটনীতিকরা বিশ্বব্যাপী সমর্থনের আহ্বান জানাচ্ছে এবং একইসঙ্গে রাশিয়ার উপর আরও বেশি চাপ প্রয়োগের দাবি জানিয়েছে। এদিকে মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের আলোচনা শেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বৈঠক যথেষ্ট ভালো হয়েছে। তবে শান্তি আলোচনার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। তবে এ নিয়ে জেলেনস্কি জানিয়েছেন, তার দল দ্রুত আবার আমেরিকা সফরে যাবেন।
দেখুন অন্য খবর :







