কলকাতা: সপ্তাহ শুরু হতেই সোনার বাজারে বড়সড় নড়াচড়া (Gold Price Today)। প্রতিদিনের মতোই আজও বদলেছে সোনা ও রুপোর দাম। শহরভেদে এই দামের তারতম্য থাকে। ফলে গয়না কেনা বা বিক্রির আগে আজকের রেট জেনে নেওয়াই বুদ্ধিমানের। দেখে নেওয়া যাক, সোমবার ৫ জানুয়ারি কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরে সোনা ও রুপোর দাম কত দাঁড়াল (Gold Rate)।
আজকের সোনা–রুপোর দাম
স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী,
- ২৪ ক্যারেট (Fine Gold 995)
১ গ্রাম: ১৩,৫১১ টাকা - ২২ ক্যারেট (৯১৬) – কিনতে গেলে
১ গ্রাম: ১২,৮৩৫ টাকা - ২২ ক্যারেট – বেচতে গেলে
১ গ্রাম: ১২,২৯৫ টাকা - ১৮ ক্যারেট (৭৫০) – কিনতে গেলে
১ গ্রাম: ১০,৫৪০ টাকা - রুপো বার (৯৯৯)
১ কেজি: ২,৩৮,৩৭৪ টাকা
উল্লেখ্য, উপরের দামের সঙ্গে ৩ শতাংশ জিএসটি যোগ হবে। অর্থাৎ কেনা বা বিক্রির সময় মোট দাম আরও কিছুটা বাড়তে পারে। আপনার শহরে সোনার দাম (প্রতি ১০ গ্রাম),
দিল্লি:
২৪ ক্যারেট – ১,৩৭,৫৫০ টাকা
২২ ক্যারেট – ১,২৬,১০০ টাকা
১৮ ক্যারেট – ১,০৩,২০০ টাকা
মুম্বই / কলকাতা / হায়দরাবাদ:
২৪ ক্যারেট – ১,৩৭,৪০০ টাকা
২২ ক্যারেট – ১,২৫,৯৫০ টাকা
১৮ ক্যারেট – ১,০৩,০৫০ টাকা
চেন্নাই:
২৪ ক্যারেট – ১,৩৮,৩৩০ টাকা
২২ ক্যারেট – ১,২৬,৮০০ টাকা
১৮ ক্যারেট – ১,০৫,৭৫০ টাকা
আমদাবাদ / পাটনা:
২৪ ক্যারেট – ১,৩৭,৪৫০ টাকা
২২ ক্যারেট – ১,২৬,০০০ টাকা
১৮ ক্যারেট – ১,০৩,১০০ টাকা
লখনউ:
২৪ ক্যারেট – ১,৩৭,৫৫০ টাকা
২২ ক্যারেট – ১,২৬,১০০ টাকা
১৮ ক্যারেট – ১,০৩,২০০ টাকা
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজার, ডলার সূচক ও চাহিদার উপর নির্ভর করেই প্রতিদিন সোনার দামে ওঠানামা হয়। তাই বিনিয়োগ বা গয়না কেনার আগে আজকের রেট ভালোভাবে খতিয়ে দেখার পরই সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিচ্ছেন বাজার বিশেষজ্ঞরা।







