রূপম রায়, নদিয়া: মহাকুম্ভে (Mahakumbh) গিয়ে স্নান করতে নেমে নিখোঁজ নদিয়ার রানাঘাটের (Nadia Ranaghat) ২ জন। মহাকুম্ভে গিয়ে স্নান করতে নেমে নিখোঁজ নদিয়ার ধানতলা থানা এলাকার বঙ্কিমনগর (Bankimnagar) গ্রামের বছর ৬১-র গোপীনাথ দত্ত। উদ্বিগ্ন পরিবার।
মহাকুম্ভে পদপৃষ্ঠের দিন বাকি তিন সঙ্গীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুশ্চিন্তায় পড়ে যান গোপীনাথ দত্তের পরিবার। এরপর মহাকুম্ভে স্নান করতে যাওয়া এক বাঙালি পুণ্যার্থীর সহযোগিতায় পরিবার ও সঙ্গীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভবপর হয়।
প্রায় ১০ ঘণ্টা নিখোঁজ হয়ে যাওয়ায় রীতিমতো দুশ্চিন্তায় পড়ে যান পরিবারের লোকজন। যতক্ষণ পর্যন্ত বাড়িতে না ফিরছেন ততক্ষণ দুশ্চিন্তা থেকেই যাবে বলে জানান পরিবারের সদস্যরা।
আরও পড়ুন: ‘পরামর্শ ভুলে গেছে, শুধু টাকার পিছনে দৌড়চ্ছে’, কেজরি প্রসঙ্গে বিস্ফোরক আন্না হাজারে
অপর দিকে মহাকুম্বে পূর্ণ স্নান করতে গিয়ে নিখোঁজ নদীয়ার রানাঘাট পৌর এলাকার কুড়ি নম্বর ওয়ার্ডের তালপুকুর পাড়ার বাসিন্দা সুমিত্রা পাল।
পরিবার সূত্রে খবর, স্নান করতে গিয়ে ছিলেন তারপর গত মঙ্গলবার পরিবারের সঙ্গে তার শেষ কথা হয় এরপর পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বছর ৫০ এ ওই মহিলার সঙ্গে পরিবারের ঘটনায় উদ্বিগ্ন পরিবার সুমিত্রা পাল এর ঘরে ফেরার অপেক্ষায় রয়েছে পরিবার।
দেখুন অন্য খবর: