Friday, September 19, 2025
বাঙালি কাউন্টডাউন
Home'৮ ঘন্টার বেশি কাজ' নিয়ে প্রতিবাদী দীপিকাকে মনি রত্নমের সমর্থন

‘৮ ঘন্টার বেশি কাজ’ নিয়ে প্রতিবাদী দীপিকাকে মনি রত্নমের সমর্থন

ওয়েব ডেস্ক: বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন(Bollywood Actress Deepika Padukone) এবং পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার(Director Sandeep Reddy Vanga) মধ্যে যে বিরোধ তৈরি হয়েছে তাতে জনপ্রিয় চিত্র পরিচালক মনির আপনার অভিনেত্রীকেই সমর্থন জানিয়েছেন। দীপিকার সঙ্গে পরিচালক সন্দীপের আসন্ন ‘স্পিরিট'(Spirit) ছবির কাজ নিয়ে বিতর্কের সূত্রপাত। ‘অ্যানিমেল'(Animal) পরিচালকের সঙ্গে দীপিকার বিভিন্ন দাবি নিয়ে মতপার্থক্যের মধ্যে অন্যতম ছিল ৮ ঘন্টা শিফটে(8 Hours Shift) কাজ করা। যার ফলে তার জায়গায় অভিনেত্রী তৃপ্তি দিমরিকে(Tripti Dimri) ‘স্পিরিট’ ছবিতে সন্দীপ রেড্ডি ভাঙ্গার কাস্ট করেন। যা নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। আর তাতেই দীপিকাকে পুরোপুরি সমর্থন করেছেন। পরিচালক মনি রত্নম। তিনি কোন রকম রাখঢাক না করে দীপিকার দাবি ‘সঠিক’ বলে মন্তব্য করেছেন। মনিরত্নম আরো বলেন যে আমি খুশি যে দীপিকা এই ধরনের দাবি করার মত অবস্থায় আছেন। একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে বিষয়গুলি বিবেচনা করা উচিত। এগুলি আজব ঠিক দাবি নয়, যথেষ্ট প্রয়োজনীয়।

‘স্পিরিট’ ছবিতে কাজের ব্যাপারে দীপিকার বিভিন্ন দাবির সম্পর্কে পরিচালক সন্দীপ ‘অপেশাদারিত্ব’ এর অভিযোগ এনেছিলেন। শুধু সেখানেই থেমে থাকেননি অভি অভিনেত্রী কে তার জীবন দর্শন এবং নারীবাদ নিয়েও বিঁধেছিলেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এমনকি ‘স্পিরিট’ ছবির গল্প ফাঁস করে দেবার অভিযোগও এনেছিলেন দীপিকার বিরুদ্ধে।
প্রসঙ্গত মনি রাত নামের আগে এই বিতর্ক যুদ্ধে দীপিকার পাশে দাঁড়িয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী কাজল,অজয় দেবগন থেকে সইফ আলি খান পর্যন্ত। অভিনেত্রী রাধিকা আপ্তেও
একই সুরে অভিযোগ করে জানান ‘সিনে ইন্ডাস্ট্রি নতুন মায়েদের সমস্যা বুঝতে চায় না’।
উল্লেখ্য মা হওয়ার পর একাধিক বলিউড নায়িকায় কাছ থেকে বিরতি নিয়েছেন। দীপিকার পাশাপাশি সোনম কাপুর,বিপাশা বসু সহ অনেকের নামই এ ব্যাপারে বলা যায়। অনেকেই জানেন অক্ষয় কুমার বিগত দেঢ় দশক ধরে আট ঘন্টার শিফটেই শুটিং করেন। ঘড়ির কাঁটা ধরে তিনি সেটে আসেন এবং সেট থেকে কাজ করে বেরিয়ে যান। মা হিসেবে আবশ্যক দীপিকা পাড়ুকোনি নায়িকাদের মধ্যে প্রথম যিনি আট ঘন্টা শিফটের কাজের দাবি রাখলেন।

Read More

Latest News