ভারতের বরেণ্য হিন্দুস্থানী শাস্ত্রীয় কন্ঠশিল্পী পন্ডিত প্রভাকর কারেকর গতকাল রাতে মুম্বাইয়ের শিবাজী পার্ক এলাকায় তার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৮০ বছর। প্রভাকর একজন হিন্দুস্থানী শাস্ত্রীয় কন্ঠশিল্পী। গোয়ায় ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীকালে পন্ডিত সুরেশ পন্ডিত জিতেন্দ্র অভিষেকি এবং পন্ডিত সিআর ব্যাসের কাছে হিন্দুস্তানি দ্রৌপদী সংগীতে তালিম নেন প্রয়াত শিল্পী। ২০১৪ সালে পন্ডিত প্রভাকার ‘তানসেন সম্মান’ এবং ২০১৬ সালে ‘সংগীত নাটক অ্যাকাদেমি’ পুরস্কারে ভূষিত হন। সঙ্গীতশিল্পীর পরিবার সূত্রে এ খবর জানা যায়। পন্ডিত প্রভাক আর কারিকর ‘ভোলাভা বিটল পাহারা বিটল’ এবং ‘বাক্রাতুন মহাকায়’পরিবেশনের জন্য বিখ্যাত ছিলেন। গায়কির পাশাপাশি তিনি একজন দক্ষ শিক্ষক হিসেবেও প্রশংসিত হয়েছিলেন।