Saturday, September 13, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeঅক্ষয়ের 'ওয়েলকাম' ফ্রাঞ্চাইজির শুটিং শুরু হয়েছিল, তবু ছবির ভবিষ্যৎ অনিশ্চিত কেন!!

অক্ষয়ের ‘ওয়েলকাম’ ফ্রাঞ্চাইজির শুটিং শুরু হয়েছিল, তবু ছবির ভবিষ্যৎ অনিশ্চিত কেন!!

ওয়েব ডেস্ক: প্রায় বছর দেড়েক আগে অক্ষয় কুমারের(Akshay Kumar) একটি ছবি শুটিং শুরু হলেও তা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশাল বাজেটের এই ছবি র নাম ‘ওয়েলকাম টু দ্যা জঙ্গল'(Welcome to the Jungle)। ‘ওয়েলকাম..’ ফ্রাঞ্চাইজির (Welcome Frnchaisee) এটি তৃতীয় ছবি হতে যাচ্ছিল। এটি বলিউডের অন্যতম একটি বড় কমেডি প্রোজেক্ট। ছবিটির পরিচালক আহমেদ খান এবং প্রযোজনায় ফিরোজ নাদিয়াদওয়ালা। এই ছবিতে অভিনয় করার কথা অক্ষয় কুমার ছাড়াও পরেশ রাওয়াল, সুনীল শেট্টি,লারা দত্ত,রবিনা ট্যান্ডন, জ্যাকলিন ফার্নান্ডেজ, দিশা পাটানির মতো এক ঝাঁক তারকার।


প্রসঙ্গত, ২০২৩ এর ডিসেম্বরে ‘ওয়েলকাম টু দ্যা জঙ্গল’ ছবির জাঁকজমক করে শুটিং শুরু হয়েছিল। প্রায় একসঙ্গে কুড়ি জন তারকাকে এই ছবিতে দেখা যাবার কথা। জানা যাচ্ছে অসাধারণ কৌতুকের চিত্রনাট্য এই ছবির। সেইসঙ্গে যথেষ্ট বিগ বাজেটের ছবি হতে যাচ্ছিল এটি। বলিউড সূত্রের খবর আর্থিক জটিলতার কারণে একের পর এক শুটিং সিডিউল বাতিল হয়েছে। আর তাতেই জটিলতার সৃষ্টি। সূত্রটি আরো জানিয়েছে যে প্রায় শেষ মুহূর্তে বিগত ছয় মাসে বেশ কয়েকটি বড় শুটিং সিডিউল বাতিল করা হয়েছে। তার ফলে একগুচ্ছ তারকাদের তারিখ পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এর ফলে যথেষ্ট আর্থিক ক্ষতিও হয়েছে।

একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ছবির সঙ্গে যুক্ত কর্মচারীদের পারিশ্রমিক দেওয়া হয়নি। সেই জন্যই ছবির শুটিং বন্ধ হয়েছে(Shooting Disrupt)। অন্য একটি প্রতিবেদনে আবশ্য দাবি করা হয়েছে যে পহেলগাঁও সন্ত্রাসী আক্রমণের কারণে শুটিং বন্ধ হয়েছিল। কারণ ছবির শুটিং কাশ্মীরে হওয়ার কথা ছিল।
প্রসঙ্গত, ২০০৭ সালের সুপারহিট ছবি ‘ওয়েলকাম'(Welcome) এবং ২০১৫ এর ‘ওয়েলকাম ব্যাক'(Welcome Back) ফ্রাইঞ্চাইজির এই জনপ্রিয় তৃতীয় ছবি হিসেবে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ তৈরি হতে যাচ্ছিল। দর্শকরাও এই ফ্রাঞ্চাইজি নিয়ে যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছিল। অনেকেরই আশা খুব শীঘ্রই সমস্ত রকম জটিলতা কাটিয়ে ছবির শুটিং শুরু হবে এবং ২০২৫ এর মধ্যেই দর্শকরা আবার নতুন করে ‘ওয়েলকাম টু দ্যা জঙ্গল’ দেখে হাসতে পারবে।
কিন্তু সত্যি কি এই ছবি আবার শুটিং ফ্লোরে যাবে! প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি! একমাত্র সময় এর উত্তর দিতে পারবে।

Read More

Latest News