Home Scroll খাস কলকাতায় পিটিয়ে খুন অনলাইন ক্যাব চালক

খাস কলকাতায় পিটিয়ে খুন অনলাইন ক্যাব চালক

0

কলকাতা: খাস কলকাতায় (Kolkata) ফের পিটিয়ে খুনের (Murder) অভিযোগ। এবার শিকার এক অনলাইন ক্যাব চালক (Online Cab Driver)। যাদবপুর থানা এলাকার বিজয়গড়ে (Jadavpur Vijaygarh) এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। জানা গেছে, রাস্তার পাশে গাড়ি পার্কিং নিয়ে এলাকার কয়েকজন যুবকের সঙ্গে প্রথমে বচসা হয় ক্যাব চালক জয়ন্ত সেনের (Jayanta Sen)। পরে তাঁকে বেধড়ক মারধর করা হয়। মারধরের চোটে তাঁর মাথায় গভীর ক্ষতের সৃষ্টি হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।

জানা গেছে, শুক্রবার রাত এগারোটার সময় বিজয়গড় এলাকায় নিজের বাড়ির সামনে গাড়ি পার্ক করছিলেন জয়ন্ত। সেই সময় কয়েকজন যুবক এসে তাঁকে গালিগালাজ করে এবং গাড়ি পার্ক করতে নিষেধ করে। বচসার এক পর্যায়ে তাঁকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে নির্মমভাবে পেটানো হয়। তদন্তে জানা গেছে, একটি বাঁশের লাঠি দিয়েও তাঁকে আঘাত করা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।

আরও পড়ুন: কসবা কাণ্ডে গ্রেফতার আরও এক লোন এজেন্ট

মৃত জয়ন্ত সেনের পরিবারের তরফে যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরই পুলিশ অনিচ্ছাকৃত খুনের (Culpable Homicide) মামলা রুজু করেছে। ঘটনাস্থলে হাজির হয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ (Kolkata Police Homicide)। সিসিটিভি (CCTV) ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং ফরেন্সিক বিশেষজ্ঞরাও ঘটনাস্থলে তদন্তে আসতে পারেন বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, “ঘটনার তদন্ত চলছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। সিসিটিভি ফুটেজে ধৃতদের শনাক্তকরণের কাজ চলছে।” স্থানীয়দের অভিযোগ, রাতে এলাকার পুলিশি নজরদারি (Police Surveillance) যথেষ্ট নয়, ফলে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।

এই ঘটনায় প্রশ্ন উঠেছে, যাদবপুরের মতো এলাকায় রাতের অন্ধকারে কীভাবে একজন যুবককে নির্মমভাবে হত্যা করা হলো? কেন কেউ প্রতিবাদ করতে সামনে এলেন না? পাশাপাশি, পুলিশের ভূমিকা এবং এলাকায় নজরদারি নিয়েও সন্দেহ প্রকাশ করছেন স্থানীয়রা।

দেখুন আরও খবর: