Wednesday, October 8, 2025
Homeপরীমনির 'বডি' ব্যবসা !

পরীমনির ‘বডি’ ব্যবসা !

 কলকাতা: নতুন মায়েদের জন্য বাংলাদেশের জনপ্রিয় নায়িকা বিতর্কিত পরীমনির(Parimoni) ‘বডি’ ব্যবসা।মা এবং নবজাতকের প্রয়োজনীয় পণ্যের ব্র্যান্ডশপ হলো’বডি'(Body)।অনলাইনে এই প্রতিষ্ঠানে বিক্রি হবে মা ও শিশুদের জীবনযাত্রার পণ্যসামগ্রী। এ বছর ভালোবাসা দিবসে নতুন এই ব্যবসার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন লাস্যময়ী অভিনেত্রী পরীমনি।

পরীমণি অভিনীত বেশ কিছু চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। পরীমনি মানেই বিতর্ক। চটপটে স্বভাবের স্পষ্টভাষী অভিনেত্রী সমালোচকদের কথা খুব একটা গায়ে মাখেন না। নিজের মতন করে পথ চলেন। বাংলাদেশের এই মুহূর্তে অন্যতম গ্ল্যামারাস নায়িকা তিনি। রিল লাইফ থেকে রিয়েল লাইফ সর্বত্র তাকে নিয়ে সমালোচনা এবং বিতর্ক। তবুও তিনি সংগ্রামী নারী,মমতাময়ী মা। দর্শক-অনুরাগীদের মনে নিজের মতন করে জায়গা করে নিয়েছেন। লাশ সময় এই অভিনেত্রী ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেতা শরিফুল রাজকে। ডেকে নিয়েই তাদের বৈবাহিক সম্পর্ক। বিচ্ছেদের পর ছেলে-মেয়েকে নিয়ে নিজের মতন করে জীবন যাপন করেন অভিনেত্রী।

দেখতে দেখতে বেশ কয়েক মাস পার্ক করে ফেলেছেন পরীমনির ‘বডি’ ব্যবসার প্রতিষ্ঠান। ‘বডি’র মাধ্যমে গর্ভবতী মা ও নবজাতকদের পাশে থাকবেন অভিনেত্রী।
পরীমনি বলেন,”এই নতুন যাত্রা শুরু করার পর থেকে আপনাদের যে ভালোবাসা পাচ্ছি সত্যি তা আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহস যোগাচ্ছে। তাই প্রতি তিন মাস পর পর ‘বডি’র লভ্যাংশের একটি নির্দিষ্ট অংশ গর্ভবতী মা ও নবজাতকদের জন্য বরাদ্দ করা হবে। এছাড়াও নতুন কিছু চমক আসছে”।

Read More

Latest News