Sunday, October 5, 2025
spot_img
Homeএসএসকেএম হস্টেলের ক্যান্টিন কর্মীর দেহ উদ্ধার

এসএসকেএম হস্টেলের ক্যান্টিন কর্মীর দেহ উদ্ধার

কলকাতা: এসএসকেএম (SSKM Hospital) এ নিউ বয়েজ হোস্টেলের ক্যান্টিন থেকে কর্মচারীর ঝুলন্ত মৃতদেহ (SSKM Canteen Staff Suicide) উদ্ধার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম শান্তনু রায়। বিভিন্ন জায়গা থেকে তিনি বেশ কিছু টাকা ধার নিয়েছিলেন আর সেই টাকা না মেটাতে পেরেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। মানসিকভাবে ভেঙে পড়ায় আত্মহত্যা করেন তিনি। রবিবার সকাল ৮:১০ নাগাদ ভবানীপুর পুলিশ তার মৃতদেহ উদ্ধার করেন নিউ বয়েজ হোস্টেলের ক্যান্টিন থেকে। ময়নাতদন্তের জন্য এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে তার মৃতদেহ। আপাতভাবে কয়েকদিনের জন্য বন্ধ রাখা হয়েছে ক্যান্টিন।

ক্যান্টিনের পার্শ্ববর্তী ঘরেই থাকতেন শান্তনু রায় নামে ওই ব্যক্তি। রবিবার সকালে তার দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হোস্টেল জুড়ে। প্রতিবেশী কর্মচারীর একজন জানান শনিবার রাতে চার পাঁচ জন ব্যক্তি মৃত সুমন্ত রায় কাছে টাকা আদায়ের জন্য আসে। পাওনাদাররা টাকা না পেয়ে তাকে হুমকি দেয় এবং বচসা হয়। জানা যায়, তারা বহুদিন ধরে টাকা চাইছিল কিন্তু আর্থিক অবস্থার কারণে নাকি সে টাকা দিয়ে উঠতে পারছিল না। সেই কারণে আত্মহত্যা করেছে কিনা তা খতিতে দেখছে পুলিশ।

আরও পড়ুন: কলকাতায় ফের ভেঙে পড়ল বহুতলের একাংশ, কী পরিস্থিতি বউবাজারে?

অন্য খবর দেখুন

Read More

Latest News