ওয়েব ডেস্ক: মামলাটি ৭ বছরের পুরনো। শ্রী নামে একটি সংস্থা রামগোপালের সংস্থার বিরুদ্ধে নেগোসিয়েবেল ইন্সট্রুমেন্ট আইন অনুযায়ী অভিযোগ আনে। রামগোপাল কে সাজা দিয়ে জরিমানা হিসেবে ৩ লক্ষ ৭২ হাজার টাকা তিন মাসের মধ্যে দিতে হবে বলে নির্দেশ আদালতের। ঐ সময়সীমার মধ্যে তা না মেটানো হলে আরও তিন মাসের কারাদণ্ড বাড়ানো হয়েছে।
আরও পড়ুন: মাঝরাতে কেঁপে উঠল মায়ানমার, অসম-মিজোরাম সহ বাংলাদেশ
সাজা ঘোষণার সময় গরহাজির রামগোপালের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি। যেহেতু তিনি এই মামলায় আগে কারাগারে যাননি, তাই কোন ছাড় পাওয়ার সুযোগ নেই। জানাল আদালত।
এই প্রেক্ষাপটে রামগোপাল সমাজমাধ্যমে জানিয়েছেন, ‘তাঁরই এক প্রাক্তন কর্মীকে দেওয়া ২ লক্ষ ৩৮ হাজার টাকার চেক নিয়ে মামলা। তাঁর আইনজীবী বিষয়টি খতিয়ে দেখছে। এর বেশি কিছু আপাতত বলা যাবে না।’
উল্লেখ্য, রামগোপালের হিট সিনেমার তালিকায় রয়েছে রঙ্গিলা, সত্য, কোম্পানি, ভুত, সরকার ইত্যাদি।
দেখুন অন্য খবর