Tuesday, September 2, 2025
HomeJust Inযোগ্যতা বেশি হলে নিয়োগে আবেদন বাতিল করা যায় না: সুপ্রিম কোর্ট

যোগ্যতা বেশি হলে নিয়োগে আবেদন বাতিল করা যায় না: সুপ্রিম কোর্ট

ওয়েব ডেস্ক: একটি মামলায় সুপ্রিম কোর্ট (Supreme Court) রায় দিয়েছে, শুধুমাত্র ঘোষিত মানের চেয়ে বেশি যোগ্যতা (Qulification) আছে বলে আবেদন বাতিল (Cancell) করা যায় না। বিজ্ঞাপনে ঘোষিত মানের চেয়ে যোগ্যতা বেশি ছিল। ফুড সেফটি অফিসার পদে আবেদন করা স্নাতকোত্তর মাইক্রোবায়োলজি, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি উত্তীর্ণদের আবেদন বাতিল হওয়াতে এই মামলা হয়। বিজ্ঞাপনে ডিগ্রি প্রাপ্তদের থেকে আবেদন চাওয়া হয়েছিল। তাই আবেদনকারীদের প্রার্থীপদ বাতিল করায় কোনও ভুল নেই। এর আগে এমনই রায় দেয় ঝাড়খণ্ড (Jharkhand) হাইকোর্টের একক ও দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। সেই রায় খারিজ করে দিল শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্ট, বিজ্ঞাপনে ডিগ্রি শব্দটি ব্যবহৃত হয়েছে। তাই স্নাতক ছাড়াও স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রি প্রাপ্তরাও আবেদন করতেই পারেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ১৯৫৬ সালের আইন অনুযায়ী, ডিগ্রি বলতে স্নাতক, স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রিকেই বোঝায়। নির্দিষ্টভাবে কোনও ডিগ্রি গৃহীত হবে না বলে উল্লেখ না করা থাকলে, ওই তিন স্তরের ডিগ্রিকেই গ্রহণ করতে হবে বলে রায় বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার।

আরও পড়ুন: মৃত মহিলা আচমকাই বাড়িতে হাজির, খুনে জেল খাটছেন চার জন!

দেখুন অন্য খবর: 

Read More

Latest News