ওয়েব ডেস্ক: সুস্মিতা সেনের(Sushmita Sen) সঙ্গে কি সত্যিই বহুদিনের বন্ধু রোহমান শলের(Rohman Shawl) আর কোন সম্পর্ক নেই! প্রেমের সম্পর্কে না থাকলেও তাহলে একসঙ্গে সময় কাটান তারা! অসুস্থ সুস্মিতা হাসপাতালে ভর্তি হলে তার পাশে থাকার জন্য রোহমান ছুটে গিয়েছিলেন। শুটিং করতে কি অসুস্থ হয়ে পড়ে সুস্মিতা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রীতিমতো হার্ট অ্যাটাক(Heart Attack) হয়েছিল তার। অনেকদিন চিকিৎসার পর সুস্থ হয়েছিলেন সুস্মিতা। ফিরেছিলেন স্বাভাবিক জীবনে। সুস্থ জীবনে ফেরা যেন তার কাছে নতুন জীবন।
আরও পড়ুন:‘দক্ষিণের অভিনেতারা টেকনিশিয়ানদের অনেক বেশি সম্মান করেন’, মাস্টারজি
এক সাক্ষাৎকারে এ বিষয়ে খোদ রোহমান শল মুখ খুলেছিলেন। বছর তিনিক আগেই বিচ্ছেদ হয়েছিল বিশ্বসুন্দরীর সঙ্গে রোহমানের। তারপর সম্প্রতি একটি অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে। আর সেই জন্য নতুন জল্পনা দানা বেঁধেছে।সুস্মিতার দীর্ঘ দিনের বন্ধু রোহমান বলছেন ‘ ওর পাশেই আছি’!
রোহমান জানিয়েছেন, আমরা বন্ধু হিসেবে অনুষ্ঠানে গিয়েছিলাম। যথেষ্ট উপভোগ করেছি। দুজনের সম্পর্ক নিয়ে জল্পনা তিনি কার্যত ইতি টেনেছেন। বলেছেন,’আমি এখন সিঙ্গল। আগে আমার সঙ্গে বড় মাপের এক মানুষের নাম জড়িয়ে ছিল। তাই অনেকেই ভাবেন আমি এখন তার সঙ্গে আছি।’ তবে সুস্মিতার সঙ্গে সম্পর্কের থাকাকালীন তার ভালোই দিন কেটেছে সে কথা স্বীকার করেন রোহমান ।