ওয়েব ডেস্ক: বিখ্যাত বলিউড চিত্র পরিচালক করণ জোহরের পরিচালনায়(Director Karan Johar) ১৯৯৮ সালের ১৬ই অক্টোবর মুক্তি পায় সাড়া জাগানো চলচ্চিত্র ‘কুছ কুছ হোতা হ্যায়'(‘Kuch Kuch Hota Hai’)। এই চলচ্চিত্রে শাহরুখ খান ‘রাহুল খান্না'(Sharukh Khan as Rahul Khanna) আর রানি মুখার্জি ‘টিনা মালহোত্রা’ (Rani Mukherjee as Tina Malhotra)চরিত্রে অভিনয় করেন।
টিনা মালহোত্রার(Tina Malhotra) চরিত্রটি প্রথম ঐশ্বর্য রাইকে দেওয়ার প্রস্তাব করা হলেও, তিনি তা প্রত্যাখ্যান করেন। ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ঐশ্বর্যা বলেন(Aishwarya Rai Bachchan), “এই চরিত্রে অভিনয় করলে লোকে ভাবতো, আমি মডেলিংয়ের দিনগুলোর পুনরাবৃত্তি করছি। শুধুমাত্র স্ট্রেট চুল, মিনি স্কার্ট আর গ্ল্যামার নিয়ে ক্যামেরার সামনে ঘুরে বেড়াচ্ছি।”
ঐশ্বর্যা ছাড়াও টুইঙ্কেল খান্না, উর্মিলা মাতন্ডকর এবং টাবুও(Twinkle Khanna,Urmila Matandekar,Tabbu) এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন। শেষ পর্যন্ত রানি মুখার্জি ‘টিনা মালহোত্রা'(Rani Mukherjee as Tina Malhotra) চরিত্রে অভিনয় করেন এবং চরিত্রটি দর্শকদের মনে এক বিশেষ জায়গা করে নেয়।
এই সিনেমাটি বন্ধুত্ব, প্রেম এবং বাবা-মেয়ের সম্পর্কের এক আবেগঘন চিত্র তুলে ধরে। ১০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে ১০৭ কোটি রুপির ব্যবসা করে।
“কুছ কুছ হোতা হ্যায়” সিনেমায় শাহরুখ খান, রানি মুখার্জি ছাড়াও কাজল, সালমান খান, অনুপম খের, জনি লিভার, মনীষ মালহোত্রা এবং ফারাহ খানের মতো তারকারা অভিনয় করেছেন। ‘কুছ কুছ হোতা হ্যায়’ মুক্তির পর বক্স অফিসে সাফল্য অর্জন করার পাশাপাশি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ৮টি বিভাগে পুরস্কার অর্জন করেছেন।