ওয়েব ডেস্ক: পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আইপিএল-এর (IPL 2025) ফাইনাল হওয়ার কথা ছিল ইডেনে। কিন্তু গ্রুপ পর্বের প্রায় শেষদিকে একাধিক ম্যাচ ইডেন (Eden Gardens) থেকে সরিয়ে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) স্থানান্তরিত করে বিসিসিআই (BCCI)। কোয়ালিফায়ার-২ এবং ফাইনাল ম্যাচের দিন কলকাতায় বৃষ্টির পূর্বাভাস (Weather Forecast) দেখে এই নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড। কিন্তু এই সিদ্ধান্ত কি বুমেরাং হতে চলেছে? আহমেদাবাদের আবহাওয়ার রিপোর্ট দেখলে তেমনটা মনে হতেই পারে।
মঙ্গলবার আহমেদাবাদের আবহাওয়ার দফতর থেকে যে লেটেস্ট আপডেট এসেছে, তাতে করে ফাইনাল (IPL Final 2025) ম্যাচের দিন ভিজতে চলেছে শহরের বেশ কিছু এলাকা। কারণ এদিন বৃষ্টি হবে বলে সাফ জানিয়েছে হাওয়া অফিস। তবে স্বস্তির খবর এটাই যে, ম্যাচ শুরু সময়, অর্থাৎ সন্ধ্যের দিকে বৃষ্টির সম্ভাবনা মাত্র পাঁচ শতাংশ এবং রাতের দিকে সেই সম্ভাবনা কমে দুই শতাংশ হতে চলেছে। তাই বৃষ্টি হলেও তাতে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা কিন্তু কম।
আরও পড়ুন: আজ আইপিএল ফাইনাল, বেঙ্গালুরু vs পাঞ্জাব, এগিয়ে কে?
তবে যদি মঙ্গলবার সন্ধ্যায় একান্তই ম্যাচ না শুরু করা যায়, সেক্ষেত্রে রিজার্ভ ডে’তে চলে যাবে ম্যাচটি। অর্থাৎ, মঙ্গলবারের জায়গায় বুধবার হবে আইপিএল-এর ফাইনাল। শুধুমাত্র ফাইনালের জন্যই রিজার্ভ ডে রেখেছিল বোর্ড। তবে সেদিনও যদি ম্যাচটি না খেলানো যায়, সেক্ষেত্রে গ্রুপ পর্যায়ে শীর্ষে থাকার সুবাদে পাঞ্জাব কিংসকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। তবে সেই সম্ভাবনা অত্যন্ত কম।
প্রসঙ্গত, এবার আইপিএল-এর ফাইনালের ভেন্যু সরিয়ে চূড়ান্ত বিতর্কের মুখে পড়েছিল বিসিসিআই। সিএবি অবধি বোর্ডের এই দিদ্ধান্তে নাখুশ ছিল। এই বিতর্কে ঘি ঢেলে দেয় কোয়ালিফায়ার-২ ম্যাচের আগে বৃষ্টি। কলকাতায় বৃষ্টির পূর্বাভাস দেখে ম্যাচটি আহমেদাবাদে সরিয়ে আনা হলেও সেখানেও বৃষ্টির কারণে অনেকটা দেরিতে শুরু হয় প্লে-অফের এই ম্যাচ। তাই ফাইনালের আগেও বরুণদেবের দিকেই তাকিয়ে বোর্ড।
দেখুন আরও খবর: