Thursday, October 9, 2025
HomeScrollপুরনো প্রেমের স্মৃতি জাগিয়ে বিয়ে বাড়িতে নাচতে-নাচতে 'মাধুরী'র কপালে কী চুমু খেলেন...

পুরনো প্রেমের স্মৃতি জাগিয়ে বিয়ে বাড়িতে নাচতে-নাচতে ‘মাধুরী’র কপালে কী চুমু খেলেন সঞ্জয় দত্ত!

ওয়েব ডেস্ক: বলিউডে এক সময়ের অন্যতম প্লেবয় সঞ্জয় দত্তর(Sanjay Dutt) সঙ্গে বলিউড কুইন মাধুরী দীক্ষিতের(Madhuri Dixit) যে জমাটি প্রেম ছিল তা বলিউড দর্শকদের অজানা নয়। রিল লাইফে মাধুরী-সঞ্জয় জুটি যত হিট হয়েছে ততই রিয়েল লাইফে তাঁদের সম্পর্ক গভীর হয়েছিল। তাদের বিয়ের গুঞ্জনও শোনা গিয়েছিল।
কিন্তু তারপর দাদাকে সেই সঞ্জয়ের নাম জাড়ানোর পর থেকে তাদের সম্পর্ক ভাঙতে শুরু করে। বিশেষত মাধুরী নিজেই দূরত্ব তৈরি করতে থাকে। তাদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কেউ মুখ না খুললেও ইন্ডাস্ট্রিতে সে কথা গোপন ছিল না।
সম্প্রতি বিয়ে বাড়িতে সঞ্জয় দত্তর সঙ্গে একজন মহিলার নাচের ভিডিও সামনে এসেছে। যা দেখে সকলের মনেই প্রশ্ন উঠেছিল ‘সে কি অভিনেত্রী মাধুরী দীক্ষিত!’
ভিডিওতে দেখা যাচ্ছে সঞ্জয় দত্ত নাচতে নাচতে তার কপালে চুমু খাচ্ছেন! হঠাৎ দেখলে মাধুরী বলেই মনে হচ্ছে। আসলে মোটেই তিনি মাধুরী নয়, সঞ্জয় দত্তর স্ত্রী মান্যতা দত্ত(Manyata Dutt)। তাদের দুজনের দৃষ্টিনন্দন নাচ সকলের চোখ টেনেছে।
সঞ্জয়-মাধুরী অভিনীত বেশ কিছু ব্লকবাস্টার ছবিতে তাদেরকে অন্তরঙ্গ দৃশ্য দেখা গেছে। সেসব অতীত। দর্শকরা তাঁদের রিয়েল লাইফে সম্পর্কের রসায়ন নিয়ে যথেষ্ট আলোচনায় থাকতেন সে সময়। তাদের তুফানি প্রেমের কথা সংবাদের শিরোনামে মাঝেমধ্যেই উঠে আসতো।
সম্প্রতি একটি হাইপ্রোফাইল সংগীত অনুষ্ঠানের ভিডিওতে সঞ্জয়-মান্যতার এই নাচের দৃশ্য দেখা গেছে। সঞ্জয় পড়েছিলেন রূপোলি এমব্রয়ডারির সঙ্গে একটি মখমলের শেরওয়ানি পরেছিলেন। আর মান্যতা একটি ওজনদার লেহেঙ্গা- চোলি পরেছিলেন। কিন্তু এই নাচের ভিডিও দেখে অনেকেই মান্যতাকে মাধুরী দীক্ষিত বলে ভুল করেন। একজন লিখেই ফেলেন,’প্রথম দেখাটি ভেবেছিলাম মাধুরী দীক্ষিত নাচছেন সঞ্জয়ের সঙ্গে’।
অন্য একজন লিখেছেন, ‘মাধুরী দীক্ষিতের সঙ্গে মনে হচ্ছিল সঞ্জয়ের নতুন কোন ছবির শুটিং চলছে।’ অনেকের মনে হয়েছে যে ‘পুরনো প্রেম’ আবার কি ফিরে এলো!

Read More

Latest News