Friday, August 22, 2025
HomeJust Inযমুনার জলে বিষ: দিল্লির প্রথম মন্ত্রিসভার বৈঠকে সমাধান?

যমুনার জলে বিষ: দিল্লির প্রথম মন্ত্রিসভার বৈঠকে সমাধান?

ওয়েব ডেস্ক: দিল্লিতে নতুন সরকারের মুখ্যমন্তীর নাম এখনও ঘোষণা হয়নি। তবে দিল্লি বিধানসভার (Delhi Assembly) প্রথম মন্ত্রিসভার বৈঠকে (First Cabinet Meeting) যমুনা নদী (Yamuna RIVER) নিয়ে সিদ্ধান্ত হতে পারে। সরকার ঘোষণা করতে পারে যমুনা রিভারফ্রন্ট ডেভলপমেন্ট প্রজেক্ট। গুজরাতে সবরমতী নদীতে যে উদ্যোগ নেওয়া হয়েছিল সেই ধরনের প্রকল্প হতে পারে। যমুনার বিষাক্ত জল এবার দিল্লির বিধানসভা নির্বাচনে অন্যতম ইস্যু ছিল। আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল হরিয়ানা সরকারের উপর দায় চাপিয়েছিল এর জন্য। বিজেপি নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রীয় সরকারের সঙ্গে যৌথভাবে যমুনা নদীতে সংশ্লিষ্ট প্রকল্প গড়ে তোলা হবে।

যমুনা দিল্লির ভিতর দিয়ে ৫২ কিলোমিটার বইয়ে গিয়েছে। দিল্লি বিধানসভার ১৫টি বিধানসভার মধ্য দিয়ে গিয়েছে। ২০২২০ সালে বিধানসভা নির্বাচনের আগে ওই নদী পরিষ্কার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল।যদিও নদীর অবস্থার পরিবর্তন হয়নি। ২০২৫ সালের নির্বাচনের সময় যমুনার দূষণ নিয়ে বিজেপি ক্রমাগত আক্রমণ করে। কেজরিওয়াল হরিয়ানার বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। যে ঘটনাকে প্রধানমন্ত্রী হরিয়ানা ও সব ভারতবাসীর অপমান বলে পাল্টা মন্তব্য করেছিলেন। এই ইস্যু ব্যুমেরাং হয়েছে কেজরিওয়ালের কাছে। আপ দিল্লিতে ২২টি আসন পায়। বিজেপি ৪৮টি আসন পেয়েছে।

আরও পড়ুন: মোদির বিমান উড়িয়ে দেওয়ার হুমকি! মুম্বই থেকে ধৃত ১
দেখুন অন্য খবর: 

Read More

Latest News