Sunday, October 19, 2025
HomeScrollভোটার তালিকা নিয়ে হুঁশিয়ারি দিলেন অনুব্রত মণ্ডল
Anubrata Mondal

ভোটার তালিকা নিয়ে হুঁশিয়ারি দিলেন অনুব্রত মণ্ডল

ব্লকে কর্মীদের নিয়ে বিজয়া সম্মেলন করছেন অনুব্রত মণ্ডল

বীরভূম: দলীয় বিজয়া কর্মসূচিতে বক্তব্য রাখার সময় ভোটার তালিকা নিয়ে সরাসরি হুমকি দেন তৃণমূল (TMC) নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। লাভপুরে গতকাল অনুষ্ঠিত ওই বৈঠকে অনুব্রত বলেন, “আমরা উড়ে এসে জুড়ে বসি নাই। আমরা বাংলাদেশ থেকে আসিনি, কোন বিদেশ থেকে আসিনি, আমরা বীরভূমের লাভপুরের বাসিন্দা। ভোটার তালিকা থেকে বিজেপি নাম বাদ দিয়ে দেখুক! কি হয়! (District news)”

অনুব্রত মণ্ডল বলেন, দুর্গাপুজোর পর প্রতিটি ব্লকে কর্মীদের নিয়ে বিজয়া সম্মেলন চালিয়ে যাচ্ছেন তিনি। লাভপুর নিয়ে স্মৃতিচারণ করে তিনি জানান, স্বাধীনতার পর লাঘাটা সেতু সমস্যার কারণে বর্ষাকালে এলাকাবাসীর দুর্ভোগ ছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের একটি শিলান্যাস সত্ত্বেও সেতুটি তখন তৈরি হয়নি; পরে তৃণমূল সরকার সেতু নির্মাণে ৫৬ কোটি টাকা বরাদ্দ করে, এতে এলাকায় উন্নয়ন হয়েছে।

আরও পড়ুন: বাজি পোড়ানোর সময় বেঁধে দিল কলকাতা পুলিশ

অনুব্রত কর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা ভোটের দিন ভোটার লিস্টটা দেখে নেবেন। বাকিটা আমি বুঝে নেব।” তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ভোটার তালিকা নিয়ে অবৈধতা হয়, তাতে নিরপেক্ষভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে ইঙ্গিত দেন।

এ ব্যাপারে স্থানীয় প্রশাসন বা বিজেপি পক্ষের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জেলা স্তরের রাজনৈতিক পরিবেশ ও ভোটাঙ্গনের দিকে এখন নজর রয়েছে বলে স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা জানিয়েছেন।

দেখুন আরও খবর: 

Read More

Latest News