Friday, January 16, 2026
HomeScrollনিপা শনাক্তে বেলেঘাটা আইডি, আনা হল Mobile BSL 3 Van
Beleghata ID

নিপা শনাক্তে বেলেঘাটা আইডি, আনা হল Mobile BSL 3 Van

শুরু কাল থেকেই, জেলায় জেলায় ঘুরে কন্টাক্ট ট্রেসিং-এর কাজ করবে এই ভ্যান

ওয়েবডেস্ক-  নিপা (Nipah Virus) আতঙ্কে তড়িঘড়ি পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার (State Government))। বারাসাতে দুজন নার্সের দেহে নিপা ভাইরাসের জীবাণু মিলেছে। এর পরেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কেন্দ্র ও রাজ্য  একযোগে কাজ করবে বলে জানিয়ে দেন নাড্ডা। এর পরেই মুখ্য সচিবের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে বৈঠক হয়।

নিপা ভাইরাস চিকিৎসায় তৎপর বেলেঘাটা আইডি (Beleghata ID) । আনা হল Mobile BSL 3 van। NIV PUNER Team কাল থেকে জেলায় জেলায় পৌঁছবে। কন্টাক্ট ট্রেসিং এর কাজ করবে এই ভ্যান।

৬ থেকে ৮ এই টিম কাল থেকে বিভিন্ন জায়গায় গিয়ে এই কন্টাক্ট ক্ট্রেসিং করবে। আইডি হাসপাতালকে রাজ্য সরকারের তরফ থেকে চিহ্নিত করা হয়েছে। যদি কেউ সম্ভাব্য থাকেন তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে এনে চিকিৎসা করা হবে।

অলরেডি বেলেঘাটা আইডিতে দুজন ভর্তি আছেন। দুজনকেই অবজারভেশনে রাখা হয়েছে, এখনও তাদের রিপোর্ট আসেনি। Sample নিয়ে আরএনএ করার জন্য এই ভ্যান সাহায্য করবে।

আরও পড়ুন- সাত সকালে শহরে অ্যাকশনে CBI, কোথায় কোথায় তল্লাশি? দেখুন এই ভিডিও

ইনিশিয়াল প্রসেসিং, স্যাম্পল হ্যান্ডেল করা, আর এনএ বার করা কাজ করা হবে এই মোবাইল ভ্যানে। এখন অবধি ৩৩ জনের সাম্পেল পরীক্ষা করা হয়েছে এই মোবাইল ভ্যান। অ্যান্টি বডি টেস্ট এবং আরটিপিসিআর মাধ্যমে নিপা ভাইরাসে কেউ আক্রান্ত কিনা সেটা দেখা হচ্ছে।

হাসপাতলে যে সমস্ত স্বাস্থ্যকর্মী এই রোগীদের হ্যান্ডেল করছে তাদের পিপিএই কিট, মাস্ক পরাটা খুব জরুরি। যেহেতু শুধু দুজনের পাওয়া গেছে এক্ষুনি সাধারণ মানুষের মধ্যে সোশ্যাল ডিস্টেন্সিং, বা মাস পড়ার কোনও প্রয়োজনীয়তা নেই।

 

 

Read More

Latest News