Friday, September 5, 2025
HomeScrollবিহারে শরিকদের আসন বন্টন নিয়ে চাপে বিজেপি

বিহারে শরিকদের আসন বন্টন নিয়ে চাপে বিজেপি

শরিকের দাবিতে নাজেহাল পদ্ম, বিহার বিজেপির সঙ্গে বৈঠকে শরিকি ঐক্যে জোর শাহ-নাড্ডার

ওয়েব ডেস্ক: ভোটমুখী বিহারে (Bihar Assembly Election) এনডিএ শরিকদের নিয়ে ফ্যাঁসাদে পড়েছে বিজেপি। ২৪৩ আসনের বিহার বিধানসভায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) জেডিইউ থেকে শুরু করে এল জেপির তরফে বিজেপির উপর চাপ বাড়িয়ে চলায় আসন বন্টন নিয়ে বিতর্ক মাথাচাড়া দিচ্ছে এনডিএর অন্দরে। শরিকদের আসনের দাবি মনিয়ে রীতিমত হিমশীম খাচ্ছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। বুধবার অমিত শাহের (Amit Shah) সঙ্গে রাজ্য বিজেপির নেতৃত্বের বৈঠকে সামগ্রীক নির্বাচনী সংগঠন নিয়ে আলোচনাতে গুরুত্ব পেল শরিক চাপ প্রসঙ্গ।

আগামী নভেম্বরে বিহার বিধানসভার ভোট। শাসক এনডিএ সরকারের শরিকদের আসনের দাবি নিয়ে নাজেহাল বিজেপি। বুধবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন বিহার রাজ্য নেতৃত্ব। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, সংগঠন সম্পাদক বি এল সন্তোষ, বিহারের রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়াল প্রমুখ নির্বাচনী সংগঠনেও বিজেপিকে ঝোটবদ্ধ হয়ে প্রচার সংগঠিত করার উপর জোর দেওয়া হয়। সেই প্রসঙ্গেই বিধানসভা নির্বাচনে শরিক দলগুলির সঙ্গে বিজেপির চলতি দরকষাকষির প্রসঙ্গ ওঠে । সূত্রের দাবি, ২৪৩ আসনের বিধানসভায় মুখ্যমন্ত্রী নীতীশের দল ১০০ আসনে লড়াই করার দাবি জানিয়ে রেখেছে। কেন্দ্রীয় মন্ত্রী তথৈা এলজেপির নেতা চিরাগ পাসোয়ান নিজেই বিধানসভায় প্রার্থী হবেন।

আরও পড়ুন: শতবর্ষ উদযাপনে কর্মসূচি চূড়ান্ত করতে বৈঠকে সঙ্ঘ

একইসঙ্গে তিনি ৪০ টি আসন চিন্হিত করে সেখানে প্রার্থী দেওয়ার কথা জানিয়ে রেখেছেন। পিছিয়ে নেই কেন্দ্রীয় মন্ত্রী তথা হিন্সুস্থান আওয়াম পার্টি বা হ্যাম নেতা জিতেনরাম মাঝিও। তাঁর দাবি তাঁদের বাছাই করা ৩০ থেকে ৩৫ আসনে প্রার্থী দেবে হ্যাম। শরিকদের দাবি মেনে নিলে ৭০টির মতো আসন থাকে বিজেপির জন্য। অথচ বিজেপিও একশো আসনে প্রার্থী দিতে চায়। কিন্তু শরিকদের মন রাখতে গেলে বিজেপিকে আপোষ করতে হয়। আবার লেকসভায় একক গরিষ্ঠতা হারানো নরেন্দ্র মোদির সরকারকে ঠেকাতে শরিক দলগুলিকে চটানোর ঝুঁকিও নিতে পারছে বিজেপি। স্বভাবতই, আসন বন্টনকে ঘিরে চাপআরও বাড়তে চলেছে বিহার বিজেপির উপরে।

অন্য খবর দেখুন

Read More

Latest News