Thursday, October 16, 2025
HomeScrollবদল করা হল এনসিআরটি সিলেবাসে

বদল করা হল এনসিআরটি সিলেবাসে

ওয়েব ডেস্ক: এবার বদল করা হল এনসিআরটি(NCERT) সিলেবাসে। বাদ দেওয়া হল বেশ কিছু পাঠ্যক্রম। সপ্তম শ্রেণীর বই থেকে বাদ পড়ল মুঘল এবং দিল্লি সুলতানির অধ্যায়। তার বদলে যোগ করা হল ভারতীয় ইতিহাস, ভৌগলিক পরিসংখ্যান এবং মহাকুম্ভ। ভারতীয় হিন্দু ইতিহাসের উপর দেওয়া হচ্ছে জোড়।

পাশাপাশি এবার থেকে এনসিআরটি পাঠ্যক্রমে তুলে ধরা হবে সরকারের নানান উন্নয়নমূলক কাজও। থাকতে চলেছে বেটি বাঁচাও, বেটি পাড়াওয়ের মত প্রকল্পগুলি।

আরও পড়ুন: একটানা ঝড় বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ, কতদিন চলবে? জানাল আবহাওয়া দফতর

এবার থেকে এনসিআরটির সিলেবাসে তুলে ধরা হবে ভারতীয় ঐতিহ্য, দর্শণ, জ্ঞান, ব্যবস্থা এবং স্থানীয় কাজকে। পাশাপাশি উর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয় প্রথম ধাপে বদলানো হল সিলেবাস, আবার ৬ মাস বাদে দ্বিতীয় ধাপে বদলানো হবে সিলেবাস।

এবার এনসিআরটির সিলেবাসে তুলে ধরা হচ্ছে চলতি বছরের মহাকুম্ভ মেলাকে। মহাকুম্ভে যে ৬৬০ মিলিয়ন ভক্ত এসেছিলেন সেকথাও বলা হয়েছে। তবে মহাকুম্ভে ৩০ জন ভক্ত পদপিষ্ট হয়ে মারা গিয়েছিলেন সেই কথা তুলে ধরা হয়নি।

দেখুন অন্য খবর

Read More

Latest News