Monday, January 26, 2026
HomeScrollনেতাজির মূর্তিতে মাল্যদান মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee

নেতাজির মূর্তিতে মাল্যদান মুখ্যমন্ত্রীর

দেশপ্রেমের কথা তুলে ধরে ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন তিনি

কলকাতা: ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে (Netaji Subhas Chandra Bose) শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতার (Kolkata) রেড রোডে নেতাজির মূর্তিতে মাল্যদান করে তাঁকে স্মরণ করেন মুখ্যমন্ত্রী। শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে নেতাজির আদর্শ ও দেশপ্রেমের কথা তুলে ধরে ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন তিনি।

মাল্যদানের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী, সাংসদ ও বিধায়করা। প্রশাসনের তরফে নেওয়া হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই রেড রোড চত্বরে নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন পর্ব শুরু হয়।

আরও পড়ুন: ভোটের আগেই মুখ্যমন্ত্রী হওয়ার দাবি, বিজেপির সমর্থন নিতেও আপত্তি নেই: হুমায়ুন কবীর

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নেতাজি শুধু বাংলার নন, গোটা দেশের গর্ব। তাঁর জীবন থেকে আমরা সাহস, আত্মত্যাগ আর দেশপ্রেমের শিক্ষা পাই। স্বাধীনতা কখনও ভিক্ষা হিসেবে মেলে না, তা অর্জন করতে হয়—নেতাজির জীবনই তার প্রমাণ।” মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান সময়েও নেতাজির আদর্শ প্রাসঙ্গিক এবং তাঁর দেখানো পথেই দেশ ও রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে।

নেতাজির স্মৃতিচারণ করে মুখ্যমন্ত্রী জানান, আজাদ হিন্দ ফৌজ গঠন করে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে লড়াই তিনি চালিয়েছিলেন, তা ভারতের স্বাধীনতা আন্দোলনে এক নতুন অধ্যায় যোগ করেছিল। ঐক্য, সাহস এবং মানুষের প্রতি নিঃস্বার্থ সেবাই ছিল নেতাজির মূল দর্শন—এই মূল্যবোধকে ধারণ করেই সমাজ গঠনের আহ্বান জানান তিনি।

এদিন রাজ্যজুড়ে নানা কর্মসূচির মাধ্যমে নেতাজির জন্মজয়ন্তী পালিত হয়। স্কুল-কলেজ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। মুখ্যমন্ত্রীর মাল্যদানের মধ্য দিয়ে রাজ্যের মূল অনুষ্ঠানের সমাপ্তি হয়।

নেতাজির জন্মজয়ন্তীতে মুখ্যমন্ত্রীর এই শ্রদ্ধার্ঘ্য নিবেদন রাজ্য রাজনীতির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও আবেগের সঞ্চার করে। তাঁর বক্তব্যে ফের একবার উঠে এল দেশপ্রেম, ঐক্য এবং আত্মমর্যাদার বার্তা—যা নেতাজির আদর্শেরই প্রতিফলন।

Read More

Latest News