ওয়েবডেস্ক- SIR নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। আজ সেই আগুন বারুদ হয়ে আছড়ে পড়ল কলকাতার রাজপথে। ২০২৬ বাংলায় নির্বাচনের (2026 Bengal Assemble Election) আগে ফের একবার গর্জে উঠল বাংলা। কলকাতা রাস্তা আজ ফের আওয়াজ তুলল এসআইআরের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে আরও একবার নির্বাচন কমিশন ও বিজেপি সরকারের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল বাংলার শাসক দল।
এসআইআর নিয়ে ভয়-ভীতি, অজানা আতঙ্কের মধ্যে রাজ্যবাসীর পাশে থাকার বার্তা দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সেইসঙ্গে অভিষেকের হুঁশিয়ারি, একজন বৈধ ভোটার নাম যদি বাদ যায়, দিল্লিতে কমিশনের দফতর ঘেরাও হবে। দুদিনের ব্যবধানে যদি আমরা এত বড় মিছিল করতে পারি, তাহলে আগামী দুমাসের মধ্যে দিল্লিতে গিয়েও আমরা মিছিল করার ক্ষমতা রাখে তৃণমূল। তৃণমূলকে ধমকে চমকে কোনও লাভ হবে না।
অভিষেক বলেন, এই মমতা বন্দ্যোপাধ্যায় ২১ জুলাই যে আন্দোলন করেছিলেন। তখনও তৃণমূল তৈরি হয়নি। কংগ্রেসের ব্যানারে আন্দোলন হয়েছিল। যারা মানুষকে ভোটাধিকার ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে তাদের বিরুদ্ধে আমরা গর্জে উঠব। আগামীদিনে যদি মানুষের অধিকারের জন্য আমাদের প্রাণ দিতে নামতে হয়, বঙ্গবাসী ইস্তস্তত করবে না। আমরা তৈরি।
আরও পড়ুন- বিজেপিকে শূন্যয় নামাতে টার্গেট অভিষেকের
যোগ্য ভোটারের নাম বাদ গেলে কী হবে বিজেপি তা দেখতে পাবে। অভিষেক বলেন, এইদিন অভিষেক বলেন, সাতজন আত্মহত্যা করেছে, তাদের ভোটার তালিকায় নাম ছিল। যাকে তাঁকে বাংলাদেশি বলে দেগে দেওয়া যায় না। এই সাতজন প্রাণ দিয়েছে।
তাদের নাম ছিল, ইচ্ছে করে বাদ দেওয়া হয়েছে। আগামী দিনে আমরা দিল্লি যাব, ফের হুঙ্কার অভিষেকের। এদিন অভিষেক প্রশ্ন তোলেন, লালকৃষ্ণ আডবানী তো করাচিতে জন্মেছিলেন তাহলে তিনি ভোট দিতে পারবেন না?কোনও মতুয়া বা রাজবংশী ভাইকে বাংলাদেশি আখ্যা দেশ থেকে তাড়াতে দেব না।
দেখুন আরও খবর-







