Friday, September 26, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollচতুর্থীর দুপুরে আনোয়ার শাহ রোডের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড
Anwar Shah Road

চতুর্থীর দুপুরে আনোয়ার শাহ রোডের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড

ঘটনাস্থলে দমকলের ৩ টি ইঞ্জিন

কলকাতা: চতুর্থীর দুপুরে ফের অগ্নিকাণ্ড শহরে। আনোয়ার শাহ রোডের হোটেলে ভয়াবহ আগুন। হোটেলের দোতলা ঘরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। দাউ দাউ করে জ্বলছে হোটেলটি। এই মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে গিয়েছে দমকলের ৩ টি ইঞ্জিন। এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় তাঁরা আগুন নেভাচ্ছে। প্রায় ৪০ মিনিট পার হয়ে গেলেও এখনও নেভেনি আগুন। ভিতরে কেউ আটকে কিনা খতিয়ে দেখা হচ্ছে। তবে কীভাবে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়।

(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)

Read More

Latest News